পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

'বাজেটে প্রতারিত দেশের প্রতিরক্ষা ক্ষেত্র', তোপ রাহুলের - রাহুল গান্ধী

বাজেটে প্রতারিত দেশের প্রতিরক্ষা ক্ষেত্র। টুইটে এ ভাবেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তিনি বলেন, চিনা আগ্রাসনের মুখে দাঁড়িয়ে থাকা জওয়ানদের জন্য বাজেটে কোনও বরাদ্দ করা হয়নি।

Rahul Gandhi slams Centre for 'betraying India's defenders' in Union Budget
'বাজেটে প্রতারিত দেশের প্রতিরক্ষা ক্ষেত্র', তোপ রাহুলের

By

Published : Feb 5, 2021, 10:23 AM IST

দিল্লি, 5 ফেব্রুয়ারি: সীমান্তে চিনা আগ্রাসনের মুখোমুখি দাঁড়িয়ে থাকা সেনাবাহিনীর জওয়ানদের জন্য কেন্দ্রীয় বাজেটে কোনও বরাদ্দ নেই। ফের নরেন্দ্র মোদির সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তাঁর দাবি, ''দেশের প্রতিরক্ষা ক্ষেত্রকে ঠকানো হয়েছে।''

রাহুল টুইটে লিখেছেন, ''মোদির কেন্দ্রীয় বাজেটের অর্থ - চিনা আগ্রাসনের মুখোমুখি দাঁড়িয়ে চরম পরিস্থিতিতে থাকা জওয়ানদের জন্য কোনও সাহায্য নেই। ভারতের প্রতিরক্ষা ক্ষেত্র প্রতারিত।''

টুইটে রাগা আরও লিখেছেন, ''মোদির কেন্দ্রীয় বাজেটের অর্থ - কঠিন পরিস্থিতিতে থাকা এমএসএমই-র জন্য ঋণ সুদ কমানোর কথা না-থাকা, জিএসটি-তে কোনও ছাড়া না-থাকা। ভারতের বৃহত্তম কর্মক্ষেত্র প্রতারিত।''

আরও পড়ুন: 'বিশ্বের কাছে ভারতের সুখ্য়াতিতে চরম আঘাত', রিহানা-গ্রেটার টুইটে সরব রাহুল

1 ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন। তার পর থেকেই বাজেটের বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধীরা। তারা কটাক্ষ করে বলেছে, এই বাজেটে নিম্ন ও মধ্যবিত্তদের জন্য কিছু নেই। সমালোচনায় সরব হয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও।

ABOUT THE AUTHOR

...view details