দিল্লি, 18 নভেম্বর : মুদ্রাস্ফীতি ও বেকারত্ব নিয়ে আবারও কেন্দ্রীয় সরকারের সমালোচনায় সরব হলেন রাহুল গান্ধি ৷ বুধবার সকালে এনিয়ে টুইট করেন তিনি ।
এটা বিকাশ না বিনাশ, ফের কেন্দ্রকে আক্রমণ রাহুলের - GDP
তাঁর অভিযোগ, মুদ্রাস্ফীতি কোনওকালেই এত বেশি ছিল না ৷ এমনকী বেকারত্বের হারও কখনও এত পরিমাণে ছিল না ৷
তাঁর অভিযোগ, মুদ্রাস্ফীতি কোনওকালেই এত বেশি ছিল না ৷ এমনকী বেকারত্বের হারও কখনও এত পরিমাণে ছিল না ৷ তিনি আরও অভিযোগ করেন, বেকারত্ব ও মুদ্রাস্ফীতির কারণে দিনের পর দিন জনসাধারণের মনোবল ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ছে এবং সামাজিক ন্য়ায়বিচার প্রতিদিন পদদলিত হচ্ছে ।
তিনি টুইটারে আরও লেখেন, ব্যাঙ্কগুলি বিপদে রয়েছে এবং GDP-ও ৷ মূল্য়বৃদ্ধি কোনওদিন এত বেশি ছিল না, এমনকী বেকারত্বও এত বেশি ছিল না ৷ জনসাধারণের মনোবল দিনের পর দিন টুকরো টুকরো হয়ে যাচ্ছে এবং সামাজিক ন্য়ায়কে পিষ্ট করা হচ্ছে ৷ এরপরই তাঁর প্রশ্ন, এটা বিকাশ না বিনাশ ?