দিল্লি, 23 মে : লকডাউনের জেরে বিভিন্ন জায়গায় শ্রমিকরা আটকে রয়েছেন । সেই শ্রমিকদেরই সমস্যার কথা তুলে ধরতে একটি তথ্যচিত্র তৈরি করেন রাহুল গান্ধি । আজ সেই তথ্যচিত্র প্রকাশ্যে আনা হয় ।
16 মে দিল্লির সুখদেব বিহার ফ্লাইওভারের পাশে বসে থাকা কিছু শ্রমিকের সঙ্গে দেখা করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি । তাঁদের সঙ্গে কথা বলেছিলেন । শ্রমিকরাও নিজেদের সমস্যার কথা জানিয়েছিলেন তাঁকে । পরে তাঁদের জন্য গাড়ির ব্যবস্থা করে রাজ্যে ফিরতে সাহায্য করেন রাহুল গান্ধি । তথ্যচিত্রটিতে শ্রমিকদের সঙ্গে তাঁর কথোপকথনের এই দৃশ্যটিকে পটভূমি আকারে তুলে ধরা হয় । পাশাপাশি শ্রমিকদের সমস্যার কথা তুলে ধরা হয় ।
16 মিনিট 45 সেকেন্ডের এই তথ্যচিত্রটি রাহুল গান্ধির ভয়েস ওভার দিয়ে শুরু হয় । যেখানে তিনি শ্রমিকদের সমস্যার কথা ব্যাখ্যা করেন । পাশাপাশি কেন্দ্রের নীতির বিরুদ্ধে প্রশ্ন তোলেন । শ্রমিকদের অনিশ্চিত ভবিষ্যতের বিষয়টি নিয়েও প্রশ্ন তোলেন তিনি । এরপরেই তথ্যচিত্রতে রাহুল গান্ধির ও শ্রমিকদের কথোপকথন তুলে ধরা হয় । যেখানে রাহুল গান্ধিকে শ্রমিকদের কিছু প্রশ্ন করতে দেখা যায় । যেমন, তাঁদের কাছে অর্থ আছে কি না । লকডাউন কী ,সে সম্পর্কে তাঁরা কীভাবে জানলেন ।