পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

প্রতিরক্ষা বিষয়ক স্ট্যান্ডিং কমিটির কোনও বৈঠকে অংশ নেননি রাহুল, টুইট নাড্ডা-র - জে পি নাড্ডার টুইট

রাহুল গান্ধি লোকসভার প্রতিরক্ষা বিষয়ক স্ট্যান্ডিং কমিটির একটি বৈঠকেও অংশ নেননি। কিন্তু সেনাবাহিনী নিয়ে প্রশ্ন তুলে যাচ্ছেন ৷ কটাক্ষ BJP-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা

J P Nadda
রাহুলকে আক্রমণ জে পি নাড্ডার

By

Published : Jul 6, 2020, 1:54 PM IST

দিল্লি , 6 জুলাই : লাদাখে ভারত-চিন সীমান্ত সংঘর্ষ নিয়ে BJP-কংগ্রেস তরজা অব্যাহত ৷ সীমান্ত সংঘর্ষ নিয়ে প্রধানমন্ত্রী মিথ্যা কথা বলেছেন ৷ বিরোধীরা বারবার এই অভিযোগ তুলেছে ৷ বিশেষ করে কংগ্রেসের তরফে রাহুল গান্ধি বারবার এই অভিযোগ করেন ৷ আর বারবার তাঁকে পালটা জবাব দিয়েছেন BJP-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা৷ আজ ফের দু'টি টুইট করে রাহুল গান্ধিকে আক্রমণ করেন তিনি ৷ লেখেন, রাহুল গান্ধি লোকসভার প্রতিরক্ষা বিষয়ক স্ট্যান্ডিং কমিটির কোনও বৈঠকে অংশ নেননি। কিন্তু সেনাবাহিনী নিয়ে প্রশ্ন তুলে যাচ্ছেন।

আজ প্রথমে একটি টুইট করেন BJP-র সর্বভারতীয় সভাপতি৷ লেখেন , " রাহুল গান্ধি প্রতিরক্ষা বিষয়ক লোকসভার স্ট্যান্ডিং কমিটির একটি বৈঠকেও অংশ নেননি ৷ কিন্তু, দুঃখের বিষয় তিনি জাতির মনোবল ভেঙে দিচ্ছেন , আমাদের সেনাবাহিনীর বীরত্ব নিয়ে প্রশ্ন তোলেন এবং একজন বিরোধী রাজনৈতিক নেতা হিসাবে তাঁর যা যা করা উচিত নয় , তিনি সেসবই করছেন ৷ "

এরপর তিনি আরও একটি টুইট করেন ৷ সেখানে তিনি গান্ধি পরিবারকে কটাক্ষ করে লেখেন , "রাহুল গান্ধি যে ঐতিহ্যবাহী পরিবারের অংশ সেখানে প্রতিরক্ষা সম্পর্কিত প্রশ্নগুলির ক্ষেত্রে কমিটি নয় , কমিশনই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ৷ " তিনি আরও লেখেন , "কংগ্রেসের এরকম অনেক যোগ্য সদস্য রয়েছেন , যাঁরা লোকসভার স্ট্যান্ডিং কমিটির বিষয়গুলি বোঝেন , কিন্তু একটি রাজবংশ( গান্ধি পরিবার) সেইসব নেতাদের কোনও সুযোগ দেয় না ৷ তা খুবই দুঃখজনক ৷ "

এই নিয়ে 11 বার লোকসভা কমিটির বৈঠক হয়েছে ৷ যার একটিতেও তিনি অংশ নেননি বলে অভিযোগ ৷

কয়েকদিন আগেই রাহুল গান্ধি একটি টুইটে লিখেছিলেন লাদাখের মানুষ যেখানে দাবি করছেন যে চিন তাঁদের জমি কেড়ে নিয়েছে, সেখানে প্রধানমন্ত্রী মিথ্যা কথা বলছেন ৷ তিনি আরও একটি ভিডিয়ো টুইট করেছিলেন ৷ যেখানে লাদাখের বাসিন্দারা অভিযোগ করছেন, চিন ভারতীয় অঞ্চলের দখল নিয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details