দিল্লি , 6 জুলাই : লাদাখে ভারত-চিন সীমান্ত সংঘর্ষ নিয়ে BJP-কংগ্রেস তরজা অব্যাহত ৷ সীমান্ত সংঘর্ষ নিয়ে প্রধানমন্ত্রী মিথ্যা কথা বলেছেন ৷ বিরোধীরা বারবার এই অভিযোগ তুলেছে ৷ বিশেষ করে কংগ্রেসের তরফে রাহুল গান্ধি বারবার এই অভিযোগ করেন ৷ আর বারবার তাঁকে পালটা জবাব দিয়েছেন BJP-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা৷ আজ ফের দু'টি টুইট করে রাহুল গান্ধিকে আক্রমণ করেন তিনি ৷ লেখেন, রাহুল গান্ধি লোকসভার প্রতিরক্ষা বিষয়ক স্ট্যান্ডিং কমিটির কোনও বৈঠকে অংশ নেননি। কিন্তু সেনাবাহিনী নিয়ে প্রশ্ন তুলে যাচ্ছেন।
আজ প্রথমে একটি টুইট করেন BJP-র সর্বভারতীয় সভাপতি৷ লেখেন , " রাহুল গান্ধি প্রতিরক্ষা বিষয়ক লোকসভার স্ট্যান্ডিং কমিটির একটি বৈঠকেও অংশ নেননি ৷ কিন্তু, দুঃখের বিষয় তিনি জাতির মনোবল ভেঙে দিচ্ছেন , আমাদের সেনাবাহিনীর বীরত্ব নিয়ে প্রশ্ন তোলেন এবং একজন বিরোধী রাজনৈতিক নেতা হিসাবে তাঁর যা যা করা উচিত নয় , তিনি সেসবই করছেন ৷ "