দিল্লি, 12 জুলাই : ডোকলাম স্ট্যান্ড-অফ চলাকালীন "গোপনে" চিনা রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাত করেছিলেন রাহুল গান্ধি । দেশের প্রতি তাঁর ভালোবাসা "নকল" বলে এমনই অভিযোগ করলেন BJP-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ।
ওর দেশপ্রেম নকল : রাহুলকে কটাক্ষ নাড্ডার - রাহুল গান্ধি
চিনা রাষ্ট্রদূত অনলাইনে তাঁর সঙ্গে আপনার ছবি সম্প্রচার করতেই গোটা দেশ জানতে পারে যে, ডোকলাম স্ট্যান্ড-অফ চলাকালীন আপনি গোপনে বৈঠক করেকেন । রাহুলকে গান্ধিকে কটাক্ষ BJP-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা-র ।
তাঁর কথায়, “ভারতের মানুষ জানেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ডোকলাম স্ট্যান্ড-অফ চলাকালীন চিনা দূতের সঙ্গে গোপনে বৈঠক করেন এবং দেশবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন । চিনা রাষ্ট্রদূত অনলাইনে তাঁর সঙ্গে আপনার ছবি সম্প্রচার করতেই গোটা দেশ সে'কথা জানতে পারে ।" আজ কেরালার কাসাড়াগড়ে BJP জেলা কমিটির নবনির্মিত কার্যালয় ‘ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মন্দিরম’-এর উদ্বোধন শেষে এ'ভাবেই রাহুল গান্ধিকে কটাক্ষ করেন জে পি নাড্ডা । “UDF, LDF, কংগ্রেস বরাবরই দেশকে অন্ধকারে রেখেছে”, বলে অভিযোগ করে UDF, LDF ও কংগ্রেস কর্মীদেরও নিজের দলে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি ।
প্রসঙ্গত, ভারত-চিন সীমান্ত সমস্যা নিয়ে আজ সকালেই ফের কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে রাহুল গান্ধি দাবি করেন, “চিন ভারতের পবিত্র ভূমি ‘কেড়ে নিয়েছে’।” টুইটে কংগ্রেস নেতা প্রশ্ন করেন, "এমন কী হয়েছে মোদিজির আমলে যে ভারতমাতার পবিত্র ভূমি কেড়ে নিল চিন ?" এই টুইটের সঙ্গেই গালওয়ান উপত্যকায় সংঘর্ষের বিষয়ে একটি নিউজ় ওয়েবসাইটের করা একটি আর্টিকেলও পোস্ট করেছেন রাহুল । উল্লেখ্য, সীমান্তে উত্তেজনা কমাতে গত মাস থেকেই পারস্পরিক আলোচনা চালাচ্ছে ভারত ও চিন ।