পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

নোবেলজয়ীর উদ্দেশে টুইট, রাহুলের নিশানায় শাসক শিবির

অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে টুইট করে বিরোধী শিবিরকে নিশানা করলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি ৷ আজ রাহুল তাঁর টুইট বার্তায় নোবেলজয়ীর উদ্দেশে লেখেন, 'ওই অসহিষ্ণুরা ঘৃণা করতে শিখেছে ৷ পেশাদারিত্ব কী ওরা জানে না ৷'

By

Published : Oct 20, 2019, 11:30 PM IST

নোবেলজয়ীর উদ্দেশে টুইট

দিল্লি, 20 অক্টোবর : জল্পনা-আলোচনা-মন্তব্য-পালটা মন্তব্য তাঁকে ঘিরে ক্রমেই বেড়েছে ৷ নোবেল জয়ের পর এই আলোচনার মাত্রা কয়েক গুণ তীব্র হয়েছে ৷ এবার সেই অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে টুইট করে বিরোধী শিবিরকে নিশানা করলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি ৷ আজ রাহুল তাঁর টুইট বার্তায় নোবেলজয়ীর উদ্দেশে লেখেন, 'ওই অসহিষ্ণুরা ঘৃণা করতে শিখেছে ৷ পেশাদারিত্ব কী ওরা জানে না ৷ ওদের বোঝানোর কোনও দরকার আপনার নেই ৷ আপনি ওদের থেকে অনেক যোজন এগিয়ে আছেন ৷ দেশবাসী আপনার কাজে গর্ববোধ করে ৷'

অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই মোদি সরকারের আর্থিক নীতির কট্টর সমালোচক ৷ নোবেল পাওয়ার আগেই একাধিকবার মোদি সরকারের আর্থিক নীতি নিয়ে মুখ খুলেছিলেন তিনি ৷ এমনকি, বহু চর্চিত নোট বাতিলের সমালোচনা করতেও বিন্দুমাত্র দ্বিধা করেননি তিনি ৷ আর তারপর থেকেই গেরুয়া শিবির থেকে ধেয়ে এসেছে একাধিক প্রতিবাদ-সমালোচনা ৷

মোদি-শাহরা যত দূরত্ব বাড়ানোর চেষ্টা করেছেন, কংগ্রেস ততই আকড়ে ধরতে চেয়েছে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নীতি-আদর্শকে ৷ গত লোকসভা নির্বাচনেও অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ নিয়ে ন্যায় প্রকল্পের বাস্তবায়নের স্বপ্ন দেখিয়েছিল রাহুল ব্রিগেড ৷ ভোটযুদ্ধে বিপর্যয় এলেও নোবেলজয়ীর আদর্শকে এখনও সামনে রেখে শাসক শিবিরকে আক্রমণ করার পথই আকড়ে রেখেছেন রাহুলরা ৷ আজ যখন নোবেলজয়ীর বিরুদ্ধে, তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে, তাঁর কাজের পরিধি-আদর্শ নিয়ে প্রশ্ন তুলছে ভারতীয় জনতা পার্টির একাধিক নেতৃত্ব, ঠিক তখনই ফের একবার আক্রমণের পথে রাহুল ৷ রাজনৈতিক মহলের মত, নোবেলজয়ীর উদ্দেশে টুইট করে আসলে মোদি-শাহদেরই আক্রমণ করলেন রাহুল এবং ফের একবার অসহিষ্ণুতা, কেন্দ্রের অর্থনৈতিক নীতির সমালোচনাও করলেন ৷

ABOUT THE AUTHOR

...view details