আলোয়ার, 16 মে : রাজস্থানের আলোয়ারের গণধর্ষণের ঘটনা কোনও রাজনৈতিক ইশু নয় । গণধর্ষণের স্বীকার হওয়া মহিলা ও তাঁর পরিবার যোগ্য বিচার পাবে । আজ আলোয়ারে গণধর্ষণের স্বীকার হওয়া মহিলার সঙ্গে সাক্ষাৎ করার পর এই মন্তব্য করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ।
আজ আলোয়ারের নিগৃহীতার বাড়ি গিয়ে সাক্ষাতের পর রাহুল সাংবাদিক বৈঠকে বলেন, ঘটনার কথা জানতে পেরেই অশোক গেহলটকে বিষয়টি দেখার কথা বলি । আমি নিগৃহীতার পরিবারের সঙ্গে দেখা করে কথা বলেছি । ওই পরিবার ন্যায়বিচারের দাবি জানিয়েছে । অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে । এটা আমার কাছে রাজনৈতিক বিষয় নয় । বিষয়টি হল ন্যায়বিচারের । আলোয়ারে ওই নিগৃহীতার বাড়িতে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট ও উপ-মুখ্যমন্ত্রী সচিন পাইলটের সঙ্গে যান কংগ্রেস সভাপতি ।
রাজস্থানের আলোয়ার জেলার থানাগাজি এলাকায় গত 26 এপ্রিল এক মহিলাকে 5 দুষ্কৃতী গণধর্ষণ করে । তাঁর স্বামীকে পিটিয়ে মারার চেষ্টাও করে অভিযুক্তরা । এমন কী, গোটা ঘটনার একটি ভিডিয়ো করে তা সোশাল মিডিয়ায় ছেড়ে দেয় অভিযুক্তদের একজন । ঘটনার অভিযোগ যাতে পুলিশকে না জানায়, সেজন্য ওই দম্পতিকে হুমকিও দেওয়া হয় ।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই মহিলা ও তাঁর স্বামী বাইকে করে লালওয়াদি থেকে তালবক্রেশ যাওয়ার পথে 20-25 বছরের 5 যুবক তাঁদের পথ আটকায় । জোর করে ওই মহিলাকে বালিয়ারিতে ফেলে গণধর্ষণ করে অভিযুক্তরা । ঘটনার সময় মহিলার স্বামীর হাত-পা বেঁধে দেয় ওই 5 যুবক । পরে দম্পতির কাছে অভিযুক্তরা মোটা টাকা দাবি করে । 2 মে পুলিশে অভিযোগ দায়ের করেন ওই দম্পতি । ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ৬ জনকে গ্রেপ্তার করে । মুখ্যমন্ত্রী গেহলট DGP কপিল গর্গকে গোটা বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন ।
BJP দাবি করেছে, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ কংগ্রেস পরিচালিত রাজস্থান সরকার । এই ঘটনার পর মুখ্যমন্ত্রী গেহলটের পদত্যাগ দাবি করেছে তারা ।