পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কর্নাটকের সংকটের জন্য দায়ি রাহুল গান্ধি: রাজনাথ - Congress

কর্নাটকের রাজনীতির টালমাটাল পরিস্থিতির জন্য রাহুল গান্ধিকেই দায়ি করলেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং।

ফাইল ফটো

By

Published : Jul 8, 2019, 4:46 PM IST

দিল্লি, 8 জুলাই : 'বিদ্রোহী' বিধায়কদের মন্ত্রিসভায় জায়গা করে দিতে কংগ্রেসের ২১ জন মন্ত্রী ইস্তফা দিয়েছেন, আর এই কারণে সম্পূর্ণরূপে দায়ি রাহুল গান্ধি। কর্নাটকের রাজনীতির টালমাটাল পরিস্থিতির জন্য সনিয়া তনয়কেই দায়ি করলেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং।

সোমবার সংসদে তিনি জানান, শাসক দল BJP-র পক্ষে কর্নাটকের পরিস্থিতি ঠিক করা সম্ভব নয়। সংসদে রাজনাথ সিং বলেন, BJP কখনও অন্য দলের নেতাদের উপর চাপ তৈরি করে না । কংগ্রেস নেতাদের গণইস্তফা শুরু হয়েছে রাহুল গান্ধি ইস্তফা দেওয়ার পর থেকেই।

মোট ১৪ জন ছাড়লেই কংগ্রেস ও JD(S) জোটের বিধায়ক সংখ্যা দাঁড়াবে ১০৪। যা সরকার গড়ার ম্যাজিক ফিগার ১০৬-এর থেকে দুই কম। অন্যদিকে, BJP অপর একজন বিধায়কের সমর্থন পেলেই সরকার গড়ার ১০৬ সংখ্যা ছুঁয়ে ফেলবে। কংগ্রেস ও JD(S) বিধায়কদের অভিযোগ, BJP ওই বিধায়কদের মুম্বইয়ের পাঁচতারা হোটেলে নিয়ে রেখেছে।

আজই জোট ভেঙে পদত্যাগ করেন কংগ্রেসের 21 জন মন্ত্রী । এর পরই একের পর এক মন্ত্রীদের পদত্যাগে টালমাটাল কর্নাটক সরকার। এই পরিস্থিতিতে কংগ্রেস নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে কাঠগড়ায় তুলেছেন JD(S) প্রধান এইচ ডি দেবগৌড়া।

ABOUT THE AUTHOR

...view details