পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

রাহুল গান্ধির তথ্য সরবরাহের সমান্তরাল ব্যবস্থা রয়েছে: রবিশঙ্কর প্রসাদ - লাদাখ সীমান্ত

কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ কংগ্রেস নেতা রাহুল গান্ধির ভারত-চিন সীমান্ত সমস্যা নিয়ে তথ্য জানানোর দাবিকে কটাক্ষ করে বললেন, তার তথ্য সরবরাহের সমান্তরাল একটি ব্যবস্থা রয়েছে।

Rahul gandhi and rabi sankar prasad
Rahul gandhi and rabi sankar prasad

By

Published : Jun 12, 2020, 11:59 PM IST

রাহুল গান্ধির তথ্য সরবরাহের সমান্তরালব্যবস্থা রয়েছে: রবিশঙ্কর প্রসাদ

দিল্লি, 12জুন : চিন বনাম ভারতের পূর্ব লাদাখসীমান্তে যে টানাপোড়েন চলছে,তা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করেছিলকংগ্রেস নেতা রাহুল গান্ধি। তার জবাবে2017সালের রাহুল গান্ধীর একটি টুইট শেয়ারকরে তাকে পাল্টা আক্রমণ করলBJP

BJPনেতারবিশঙ্কর প্রসাদ রাহুল গান্ধীর2017সালের জুলাই মাসের একটি টুইট শেয়ার করে বলেন,"রাহুলগান্ধি প্রধানমন্ত্রীকে চিন সীমান্ত ইশু নিয়ে তথ্য সামনে আনতে বলছেন। আমার মনেহয়,মি:গান্ধির সমান্তরালে একটি তথ্য সরবরাহের ব্যবস্থা রয়েছে। ডোকলাম সংকটের সময় তিনিকি চিনা দূতের সঙ্গে দেখা করেননি?প্রথমে অস্বীকার করলেও পরে জনরোষে তিনি বিষয়টি স্বীকার করেনিয়েছিলেন। "

2017সালেজুলাই মাসে ডোকলাম সীমান্ত নিয়ে সমস্যা চলাকালীন রাহুল গান্ধী চিনা দূত,ভুটানের প্রতিনিধি এবং উত্তর পূর্বভারতের কংগ্রেস নেতাদের সঙ্গে দেখা করেন। কংগ্রেসের তরফ থেকে প্রথমে এই বিষয়টিঅস্বীকার করা হলেওBJP-রলাগাতার আক্রমণে বৈঠকের সত্যতা স্বীকার করে নেওয়া হয়।

পূর্বলাদাখ সীমান্তে ভারত ও চিনের মধ্যে যে চাপানউতোর চলছে,সেই বিষয়ে যাবতীয় তথ্য জনগণের সামনেতুলে ধরার দাবি জানান রাহুল গান্ধি।2017সালের ডোকলাম ইশুর পর এই প্রথম দুইদেশের তরফ থেকেই সীমান্তে বিপুল সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। তবে ভারতের তরফথেকে জানানো হয়েছে,সীমান্তনিয়ে সমস্যা আলোচনার মাধ্যমে মেটানো সম্ভব।

ABOUT THE AUTHOR

...view details