পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

"জওয়ানদের মৃত্যু নিয়ে রাজনীতি করবেন না", রাহুলকে পরামর্শ আহত জওয়ানের বাবার

গালওয়ান উপত্যকায় ভারতীয় জওয়ানদের মৃত্যু নিয়ে রাহুল গান্ধিকে রাজনীতি করতে বারণ করলেন এক আহত জওয়ানের বাবা ৷

Rahul Gandhi
Rahul Gandhi

By

Published : Jun 20, 2020, 1:30 PM IST

দিল্লি, 20 জুন: একদিন আগেই গালওয়ান উপত্যকায় আহত এক জওয়ানের বাবার ভিডিয়ো শেয়ার করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ লাদাখে ভারত-চিন সংঘর্ষের সময় ভারতীয় জওয়ানরা নিরস্ত্র ছিলেন বলে ওই ভিডিয়োতে দাবি করা হয় ৷ তার জবাব পেলেন তিনি ৷ আজ সোশাল মিডিয়ায় আরও একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ ওই ভিডিয়োয় জওয়ানদের মৃত্যু নিয়ে রাহুল গান্ধিকে রাজনীতি করতে বারণ করছেন আরও এক আহত জওয়ানের বাবা ৷ ওই ভিডিয়ো রিটুইট করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷

গালওয়ান উপত্যকায় 20 জন ভারতীয় জওয়ানের মৃত্যু নিয়ে উত্তপ্ত দেশ ৷ এই নিয়ে টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিকে একাধিক প্রশ্ন ছুড়ে দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ প্রধানমন্ত্রী ভারতের অংশ চিনের কাছে সমর্পণ করেছেন বলেও দাবি করেন তিনি ৷ এছাড়া এক আহত জওয়ানের বাবার ভিডিয়ো পোস্ট করে তিনি লেখেন, "প্রধানমন্ত্রীকে আড়াল করার জন্য দেশের মন্ত্রীদের মিথ্যে বলতে দেখে খারাপ লাগছে ৷ এভাবে মিথ্যে বলে শহিদদের অপমান করবেন না ৷"

সেই ভিডিয়োর জবাবে শনিবার আরও এক শহিদ জওয়ানের বাবার ভিডিয়ো প্রকাশ্যে এসেছে ৷ সেখানে ওই ব্যক্তি রাহুল গান্ধিকে উদ্দেশ্য করে বলছেন, "ভারতীয় সেনা যথেষ্ট শক্তিশালী ৷ চিনকে হারানোর ক্ষমতা রাখে ৷ রাহুল গান্ধি আপনি এর মধ্যে রাজনীতি টেনে আনবেন না ৷ আমার ছেলে সেনাবাহিনীতে রয়েছে ৷ ও দেশের হয়ে লড়ে যাবে ৷"

"জওয়ানদের মৃত্যু নিয়ে রাজনীতি করবেন না", রাহুলকে জবাব আহত জওয়ানের বাবার

এই ভিডিয়োটি রিটুইট করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ।

ABOUT THE AUTHOR

...view details