পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভারতের কোনও অংশ চিন দখল করেছে কি না জানাক কেন্দ্র, দাবি রাহুলের

রাহুল গান্ধী আজ একটি ভিডিয়ো বার্তায় প্রধানমন্ত্রীকে চিনা অনুপ্রবেশ ও ভারতীয় এলাকা দখল নিয়ে সত্যতা জানানোর অনুরোধ করলেন। তিনি বলেন, আমাদের সকলকে একত্রিত হয়ে চিনের বিরুদ্ধে লড়াই করতে হবে।

Rahul gandhi
Rahul gandhi

By

Published : Jun 26, 2020, 11:40 PM IST

ভারতের কোনও অংশ চিন দখল করেছে কি নাজানাক কেন্দ্র, দাবি রাহুলের

দিল্লি, 26 জুন : চিন ভারতীয় সীমান্ত অতিক্রম করে কোনও এলাকা দখল করেছে কিনা, সেই বিষয়ের সত্যতা জানাতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেন, প্রধানমন্ত্রী যদি বলেন চিন ভারতের কোনও অংশ দখল করেনি, অথচ স্যাটেলাইট ছবি অন্য চিত্র দেখায়, তবে এক্ষেত্রে চিনের জয় হবে।

শহিদ জওয়ানদের স্মরণে কংগ্রেসের তরফথেকে আয়োজিত " স্পিক আপ ফর আওয়ার জাওয়ানস " কর্মসূচির অংশ হিসেবে একটিভিডিয়ো বার্তায় রাহুল গান্ধি বলেন,প্রধানমন্ত্রী বলেছেন চিনা সৈন্যদলভারতে অনুপ্রবেশ করতে পারেনি এবং দেশের এক ইঞ্চি জমিও দখল করতে পারেনি। কিন্তুস্যাটেলাইট ছবি এবং বিশেষজ্ঞদের মতে,চিন পূর্ব লাদাখের তিনটি এলাকা দখলকরে নিয়েছে। প্রধানমন্ত্রীকে এই বিষয়ে মুখ খুলতে আবেদন করে তিনি বলেন,"আপনি যদিবলেন চিন ভারতীয় অংশ দখল করেনি,কিন্তু বাস্তবে যদি তারা দখল করে থাকে,তবে এক্ষেত্রে চিনই উপকৃত হবে। "

সমগ্রদেশবাসীর প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়ে ভিডিয়ো বার্তায় রাহুল বলেন, “আমাদের সকলকে একসঙ্গে চিনের বিরুদ্ধেলড়াই করতে হবে।তিনিপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বলেন,প্রধানমন্ত্রী জি,দেশবাসীকে সত্যিটা জানাতে হবে। চিনআমাদের জমি দখল করেছে এবং আমরা তার বিরুদ্ধে লড়বো,এই কথাটি বলতে ভয় পাবেন না । সমগ্রদেশ আপনার পাশে রয়েছে। "

পূর্বলাদাখের গালওয়ান উপত্যকায় চিনা সেনাবাহিনীর হাতে20জন ভারতীয় জওয়ানের শহিদ হওয়ার ঘটনাউল্লেখ করে সরকারের কাছে তিনি প্রশ্ন করেন,বিনা অস্ত্রে কেন ভারতীয় সৈন্যদেরসীমান্তে পাঠিয়েছিল।

ABOUT THE AUTHOR

...view details