পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

UPA-র থেকে ২.৮% সস্তায় রাফাল কিনেছে NDA : CAG - CAG

আজ রাফাল নিয়ে CAG রিপোর্ট পেশ হল রাজ্যসভায়। রিপোর্টে বলা হয়েছে, রাফাল যুদ্ধবিমান বর্তমান দাম UPA-র ঠিক করা দামের থেকে ২.৮% সস্তা।

রাফাল নিয়ে রাজ্যসভায় CAG রিপোর্ট পেশ

By

Published : Feb 13, 2019, 12:24 PM IST

Updated : Feb 13, 2019, 2:10 PM IST

দিল্লি, ১৩ ফেব্রুয়ারি : আজ রাফাল চুক্তি সংক্রান্ত CAG রিপোর্ট পেশ হল রাজ্যসভায়। রিপোর্টে বলা হয়েছে, রাফাল যুদ্ধবিমান বর্তমান দাম UPA-র ঠিক করা দামের থেকে ২.৮% সস্তা। পাশাপাশি UPA সরকারের সময়ের ১২৬টি যুদ্ধবিমান কেনার চুক্তি বাতিল করে ৩৬টি যুদ্ধবিমান কেনার যে চুক্তি করা হয় তাতে ১৭.০৮% টাকা সাশ্রয় করা গেছে। আজকের রিপোর্টের জেরে লোকসভা ভোটের আগে স্বস্তি নরেন্দ্র মোদি সরকারের। রিপোর্টে আরও বলা হয়েছে, পুরোনো চুক্তিতে শেই সময়ে রাফাল ডেলিভারির কথা ছিল তার থেকে নতুন চুক্তিতে পাঁচ মাস আগেই প্রথম ১৮টি বিমান হাতে পাবে ভারত।

এই CAG রিপোর্টকে কেন্দ্র করে এদিন উত্তাল হয়ে ওঠে রাজ্যসভা। বিরোধীরা হট্টগোল শুরু করে। রিপোর্টকে পক্ষপাততুষ্ট বলে দাবি করে বিরোধীরা। তাদের দাবি, পেশ করা CAG রিপোর্টে রাফাল চুক্তি সংক্রান্ত বাস্তব কোনও তথ্য তুলে ধরা হয়নি। তাছাড়া যিনি এই রিপোর্ট তৈরি করেছেন চুক্তির সময় তিনি নিজেই অর্থ সচিব ছিলেন।

এর আগে রাফাল বিমানের দাম নিয়ে অনিয়মের অভিযোগ তুলেছিল কংগ্রেস সহ বিরোধীরা। তাদের অভিযোগ, যুদ্ধবিমানের জন্য ৪১ শতাংশ দাম বেশি দাম দিয়েছে বর্তমান NDA সরকার। পাশাপাশি অনিল আম্বানির সংস্থাকে সুবিধা পাইয়ে দিয়েছে কেন্দ্রীয়।

আজকের CAG রিপোর্টে মূলত ২০০৭ সাল এবং ২০১৫ সালের দু'টি চুক্তির মধ্যে একটা তুলনামূলক ছবি রিপোর্টে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

Last Updated : Feb 13, 2019, 2:10 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details