পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

10 সেপ্টেম্বর বায়ুসেনায় রাফালের আনুষ্ঠানিক অন্তর্ভুক্তি

ভারত ফ্রান্সের কাছ থেকে 59,000 কোটি টাকায় 36 টি বিমান সংগ্রহের জন্য চুক্তি স্বাক্ষর করে । তার প্রায় চার বছর পর চলতি বছরের 29 জুলাই প্রথম ব্যাচ ভারতে পৌঁছায় ।

Rafale
Rafale

By

Published : Sep 9, 2020, 2:09 PM IST

দিল্লি, 9 সেপ্টেম্বর : আগামী বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে প্রথম পাঁচটি রাফাল যুদ্ধবিমান ভারতীয় বায়ুসেনার অন্তর্ভুক্ত হবে । আম্বালা বিমানঘাঁটিতে ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লসহ দেশের সেনা আধিকারিকরা ।

অনুষ্ঠানের পর দুই দেশের প্রতিরক্ষামন্ত্রী দ্বিপাক্ষিক প্রতিরক্ষা ও সুরক্ষা সহযোগিতা আরও গভীর করার উপায় নিয়ে আম্বালায় আলোচনা করবেন বলে জানা গেছে । ফরাসি প্রতিরক্ষামন্ত্রীর বৃহস্পতিবার সকালে পৌঁছানোর কথা রয়েছে এবং বিকেলে তিনি ফিরে যাবেন ।

ভারত ফ্রান্সের কাছ থেকে 59,000 কোটি টাকায় 36 টি বিমান সংগ্রহের জন্য চুক্তি স্বাক্ষর করে । তার প্রায় চার বছর পর চলতি বছরের 29 জুলাই প্রথম ব্যাচ ভারতে পৌঁছায় । ফরাসি মহাকাশ সংস্থা দাসল্ট অ্যাভিয়েশনের তৈরি এই জেটগুলি এখনও আনুষ্ঠানিকভাবে IAF-এর অন্তর্ভুক্ত করা হয়নি ।

ABOUT THE AUTHOR

...view details