পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

আপনি কি ভারতীয় ? কানিমোঝিকে প্রশ্ন CISF আধিকারিকের - Kanimozhi Faces 'Discrimination'

"আমি জানতে চাই হিন্দি জানাটা কবে থেকে ভারতীয় হওয়ার সমতূল্য হল ।" প্রশ্ন DMK সাংসদ কানিমোঝির ।

কানিমোঝি
কানিমোঝি

By

Published : Aug 9, 2020, 7:11 PM IST

চেন্নাই, 9 অগাস্ট : জাতি বৈষম্যের শিকার হওয়ার অভিযোগ তুললেন DMK সাংসদ কানিমোঝি । CISF-এর এক মহিলা আধিকারিককে তামিল অথবা ইংরেজিতে বলার জন্য অনুরোধ করায় সেই আধিকারিক কানিমোঝির দিকে প্রশ্ন ছুঁড়ে দেন,"আপনি কি ভারতীয়?"

সাংসদ তথা DMK-র মহিলা শাখার সভাপতি আজ টুইটারে লেখেন, "আমি হিন্দি জানি না । আজ বিমানবন্দরে আমার সঙ্গে যখন এক CISF আধিকারিক কথা বলছিলেন তখন আমি বলি তামিল অথবা ইংরেজিতে কথা বলার জন্য । কিন্তু ওই আধিকারিক আমাকে প্রশ্ন করেন আমি ভারতীয় কি না । আমি জানতে চাই হিন্দি জানাটা কবে থেকে ভারতীয় হওয়ার সমতূল্য হল ।"

তাঁকে সমর্থন জানিয়ে টুইটারে রিপ্লাই করেছেন অনুগামীরা । একজন লিখেছেন, "আমি ভারতীয় এবং এর সঙ্গে হিন্দি জানার কোনও যোগ নেই । জোর করে হিন্দি চাপিয়ে দেওয়া যাবে না । " পরে সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, "আমার ভারতীয়ত্ব নিয়ে প্রশ্ন তোলার অধিকার কারও নেই । অন্য কেউ যতটা ভারতীয়, আমিও ততটাই ।" পাশাপাশি, BJP -এটাকে রাজনীতির রঙ লাগানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি । তিনি আরও বলেন, "জাতীয় শিক্ষানীতির মাধ্যমে হিন্দি চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে ।"

যদিও ঘটনার পর সাংসদের কাছে ক্ষমা চাওয়া হয়েছে CISF-এর তরফে । ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করার নির্দেশও দিয়েছে CISF ।

ABOUT THE AUTHOR

...view details