দিল্লি, 29 নভেম্বর : ছ’বছরে সর্বনিম্ন। 2019-2020 অর্থবর্ষের জুলাই-সেপ্টেম্বরে GDP বৃদ্ধির হার 4.5 শতাংশ । আজ এই রিপোর্ট প্রকাশিত হয়েছে ।
প্রথম ত্রৈমাসিকের তুলনায় দ্বিতীয় ত্রৈমাসিকে GDP বৃদ্ধির হার কমল 0.5 শতাংশ । 2018-2019 অর্থবর্ষে এই দ্বিতীয় ত্রৈমাসিকেই GDP বৃদ্ধির হার ছিল 7 শতাংশ । এর আগে GDP বৃদ্ধির সর্বনিম্ন রেকর্ড ছিল ২০১২-১৩ সালের জানুয়ারি-মার্চ মাসে । GDP বৃদ্ধির পরিমাণ ছিল 4.3 শতাংশ।