পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কীভাবে মৃত্যুর হার নিয়ন্ত্রণে আসবে ? ইনটেনসিভ কেয়ার বিশেষজ্ঞদের পরামর্শ নেবে গুজরাত সরকার - Vijay Rupani

মৃত্যুর হার কমাতে বেসরকারি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়ার সিদ্ধান্ত গুজরাত সরকারের ।

COVID-19
কোরোনা মৃত্যু

By

Published : May 5, 2020, 9:49 PM IST

আহমেদাবাদ, 5 মে : কীভাবে কোরোনায় মৃত্যুর হার নিয়ন্ত্রণে আনা যাবে ? তা নিয়ে বেসরকারি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার বিশেষজ্ঞদের পরামর্শ চাইল গুজরাত সরকার । আহমেদাবাদের সরকারি হাসপাতালের চিকিৎসকদের পরামর্শ দেবে তারা ।

আহমেদাবাদে এখনও পর্যন্ত 4 হাজার 76 জন কোরোনায় আক্রান্ত হয়েছে । মৃত্যু হয়েছে 234 জনের । সারা দেশে কোরোনায় মৃত্যুর হার যেখানে 3.2 শতাংশের আশপাশে ঘোরাফেরা করছে সেখানে আহমেদাবাদে মৃত্যুর হার 5.8 শতাংশ ।


মৃত্যুর হার কমাতে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়ার এই ভাবনা মুখ্যমন্ত্রী বিজয় রূপানিরই বলে জানিয়েছেন মুখ্যসচিব (স্বাস্থ্য) জয়ন্তী রবি । তিনি বলেন, "মৃত্যুর হার কমাতে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা । এই পরিস্থিতিতে তারা পরিষেবা দিতে রাজি হয়েছে । সোমবার আহমেদাবাদ সরকারি হাসপাতালের প্রতিনিধি ও বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকও করেছি ।"

এই পদক্ষেপের ফলে কয়েকটি জীবন বাঁচানো সম্ভব হবে বলে মনে করেন তিনি । সোমবার আহমেদাবাদে 26 জন কোরোনা আক্রান্তের মৃত্যু হয়েছে । এখনও পর্যন্ত গুজরাতে 319 জনের মৃত্যু হয়েছে । তার মধ্যে আহমেদাবাদেই মৃত্যু হয়েছে 234 জনের ।

আহমেদাবাদে মৃত্যুর হার কেন বেশি ? কারণ হিসেবে আহমেদাবাদের পৌর কমিশনার বিজয় নেহরা গত সপ্তাহে বলেছিলেন, মানুষ এখানে হাসপাতালে দেরিতে ভরতি হচ্ছে । উপসর্গ দেখা দিলেই যদি মানুষ হাসপাতালে আসত তাহলে অনেক জীবন বাঁচানো যেত ।

ABOUT THE AUTHOR

...view details