পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা রাখতে রাজ্যগুলিকে বার্তা স্বরাষ্ট্রমন্ত্রকের - MHA order to states and UTs

রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা জারি করার বার্তা দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ৷

রাজ্যসভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহরাজ্যসভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

By

Published : Aug 5, 2019, 5:24 PM IST

Updated : Aug 5, 2019, 5:31 PM IST

দিল্লি, 5 অগাস্ট : জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের পর সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে নিরাপত্তার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা জারি করার বার্তা দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ৷ মন্ত্রকের তরফে রাজ্যগুলিকে আরও বলা হয়েছে, রাজ্যগুলি যেন সেখানে থাকা জম্মু-কাশ্মীরের বাসিন্দা ও পড়ুয়াদের ক্ষেত্রে বিশেষ যত্নবান হয় ৷

স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে বলা হয়েছে, "রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনকে শান্তি বিঘ্ন বা আইনশৃঙ্খলা উলঙ্ঘন করার ক্ষেত্রে জনসচেতনতা গড়তে পর্যাপ্ত ব্যবস্থা নিতে হবে ৷ " যে কোনও ধরনের ভুয়ো খবর বা গুজব, উদ্দেশ্যপ্রণোদিত বার্তা সোশাল মিডিয়ায় ছড়িয়ে যাতে শান্তি বিঘ্নিত করা ও সাম্প্রদায়িক হিংসার পরিবেশ তৈরি না হয়, সেদিকেও রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনকে সজাগ থাকার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক ৷

আরও পড়ুন : 370 ধারা রদের প্রস্তাবের জের, স্থল ও বায়ুসেনাকে সতর্ক থাকার নির্দেশ কেন্দ্রের

আজ সংসদে জম্মু-কাশ্মীরে 370 ধারা প্রত্যাহার নিয়ে রাষ্ট্রপতির নির্দেশনামা পড়ে শোনান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ বলেন, রাষ্ট্রপতির আদেশবলে জম্মু ও কাশ্মীরে 370 ধারা তুলে নেওয়া হল ৷ এরপর বিরোধীদের তুমুল হট্টগোলের মাঝেই জম্মু-কাশ্মীর পুনর্গঠন বিল পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ তারপর সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে সর্বোচ্চ সতর্কতা জারি করার নির্দেশ দেয় স্বরাষ্ট্রমন্ত্রক ৷

আরও পড়ুন : এক নজরে 370 ধারা

Last Updated : Aug 5, 2019, 5:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details