বোস্টন , 28 জুলাই : বিশ্বজুড়ে কোরোনা প্যানডেমিক । আক্রান্ত বহু মানুষ । কোরোনা ভাইরাসের সংক্রমণ হলে সর্দি জ্বর কাশির মতো উপসর্গগুলো দেখা যায় । কিন্তু গবেষণা বলছে অন্য কথা । শুধুমাত্র জ্বর সর্দি-কাশি নয়, হতে পারে ত্বকের সমস্যা । যেমন ফুসকুড়ি হতে পারে । শুধুমাত্র ফুসকুড়ি অথবা ফুসকুড়ির পাশাপাশি জ্বর সর্দি কাশির মতো উপসর্গ ।
ম্যাসাচুসেটস জেনেরাল হাসপাতাল ও হার্ভার্ড মেডিকেল স্কুল ও অ্যামেরিকান অ্যাকাডেমি অফ ডার্মাটোলজি এবং ইন্টারন্যাশনাল লিগ অফ ডার্মাটোলজি সোসাইটির গবেষকরা বলছেন, কোরোনা ভাইরাসে আক্রান্ত হলে হতে পারে ত্বকের সমস্যা । কোরোনা ভাইরাসের সঙ্গে ত্বকের বিভিন্ন রকম ভাবে সম্পর্ক আছে । প্রধান গবেষক এস্টার বলেন, “ কোরোনা ভাইরাস হলে শুধুমাত্র এক ধরনের ফুসকুড়ি হয় না বিভিন্ন ধরনের ফুসকুড়ি হতে পারে । ”
গবেষণায় একটি বিজ্ঞপ্তি বার করেছেন বিশেষজ্ঞরা । তাতে বলা হয়েছে, কোরোনা ভাইরাসে আক্রান্ত 716 জনের মধ্যে ত্বক জনিত উপসর্গ দেখা গেছে । তাদের মধ্যে 171 জন রোগীর উপসর্গ ল্যাবরেটরিতে পরীক্ষা করে কনফার্ম করা হয়েছে । দৈনন্দিন স্বাভাবিক ত্বকের ফুসকুড়ি হতে পারে কোরোনা ভাইরাস হলে । পর্যবেক্ষণ করে দেখা গেছে, কোরোনায় আক্রান্ত 22 শতাংশ রোগীর এই ধরনের ত্বকের সমস্যা হয়েছে । পরবর্তী আর একটি উপসর্গ হল কোরোনা । এই উপসর্গটিতে পায়ে লাল অথবা বেগুনি রংয়ের চাকা চাকা দাগ, পায়ের গোড়ালি ও আঙুলে ঘায়ের মত হয়ে যায় ।
যদিও 18 শতাংশ কোরোনা আক্রান্ত রোগীদের এই ধরনের উপসর্গ দেখা গেলেও তা খুব কম হারে ত্বকে ছড়িয়েছে । বিশেষজ্ঞ ফ্রিমান বলেন , “বেশিরভাগ ত্বকের সমস্যাগুলি কোরোনার অন্যান্য উপসর্গ হওয়ার পরে হয়েছে । আবার 12 শতাংশ রোগীর ক্ষেত্রে কোরোনার প্রথম উপসর্গ ছিল ত্বকের সমস্যা । তিনি বলেন, ” এই বিষয়ে সাবধানতা অবলম্বন করা উচিত । কারও যদি অহেতুক ত্বকের সমস্যা কিংবা ফুসকুড়ি হয় । তাহলে অতিদ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা উচিত । "