ভাটিনডা, ৫ জুলাই : কানাডার টরেন্টোয় যুবতির রহস্য মৃত্যু । পঞ্জাবের বরনালা জেলার বাসিন্দা ওই যুবতি ৪ বছর আগে কানাডায় পড়তে গিয়েছিলেন ।
কানাডায় ভারতীয় যুবতির রহস্যমৃত্যু - Punjabis in Canada
কানাডার টরেন্টোয় পঞ্জাবের যুবতির রহস্যমৃত্যু । খুন না আত্মহত্যা তদন্তে কানাডার পুলিশ ।
Mysterious death of Indian at Canada
মৃতার নাম সমনদীপ কউর । যুবতির বাবা যশপাল সিং জাস্সু জানান, দু'মাস আগে তাঁর মেয়ে সাসকাচুয়ানে এক আত্মীয়ের বাড়ি গিয়েছিলেন । গতকাল ওই আত্মীয় অফিস থেকে ফিরে দেখেন সমনদীপ বাড়িতে নেই । তিনি পুলিশকে জানান । পরে ওই বাড়ির বেসমেন্ট থেকে সমনদীপের মৃতদেহ উদ্ধার হয় ।
খবর পাওয়ার পর থেকেই কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকজন । সমনদীপের বাবা জানান, ঘটনার তদন্ত শুরু করেছে কানাডা পুলিশ । আত্মহত্যা না খুন খতিয়ে দেখছে পুলিশ ।