ফরিদকোট, 1 জুলাই : পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI-কে সেনাবাহিনীর গোপন তথ্য পাচারের অভিযোগে পঞ্জাবের ফরিদকোট থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ । ধৃতের নাম সুখবিন্দর সিং সিধু । ধৃতের কাছ থেকে কিছু গোপন নথি বাজেয়াপ্ত করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে ।
হোয়াটসঅ্যাপে ISI-কে তথ্য পাচার, পঞ্জাবে গ্রেপ্তার ব্যক্তি - pakistan
হোয়াটসঅ্যাপে ISI-কে সেনাবাহিনীর গোপন তথ্য পাচারের অভিযোগে পঞ্জাবের ফরিদকোট থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ ।
সুখবিন্দর মোগা জেলার বাসিন্দা । কয়েকদিন ধরে সে ফরিদকোটে ছিল । পঞ্জাব পুলিশের এক আধিকারিক ইয়াদবিন্দর সিং বলেন, "2015 সালে পাকিস্তানে গিয়েছিল সুখবিন্দর । সেখানেই তার সঙ্গে কয়েকজন পাকিস্তানি ISI এজেন্টের পরিচয় হয় । তারপর থেকে সুখবিন্দর ভারতীয় সেনার বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য হোয়াটসঅ্যাপে পাকিস্তানে পাচার শুরু করে ।"
মার্চে ভারতীয় সেনা সম্পর্কে ISI-কে গোপন তথ্য পাচারের অভিযোগে দিল্লি থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল । মহম্মদ পারভেজ় নামে ওই ব্যক্তি মধুচক্রের টোপ দিয়ে সেনাকর্মীদের কাছ থেকে তথ্য হাতিয়ে নিত । সেই তথ্য পারভেজ় পাকিস্তানে পাচার করত ।