পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

পাগড়ি-বিতর্কে মমতাকে কড়া ব্যবস্থা নেওয়ার আর্জি পঞ্জাবের মুখ্যমন্ত্রীর

পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ঘটনার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার আর্জি জানান।

turban case
turban case

By

Published : Oct 10, 2020, 2:32 PM IST

Updated : Oct 10, 2020, 3:27 PM IST

চণ্ডীগড়, 10 অক্টোবর : BJP যুব মোর্চার নবান্ন অভিযানে বলবিন্দর সিংয়ের পাগড়ি খোলা নিয়ে চারিদিক থেকে প্রতিবাদ শুরু হয়েছে । এবার সরব হলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং । সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ঘটনার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আর্জি জানান তিনি ।

8 অক্টোবর BJP-র মিছিলে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র । বলবিন্দর সিং নামে ওই ব্যক্তির থেকেই পিস্তল উদ্ধার করে পুলিশ । তাঁকে গ্রেপ্তার করা হয় । একদিন পর আগ্নেয়াস্ত্র উদ্ধারের ওই ভিডিয়ো প্রকাশ্যে আসে । সোশাল মিডিয়ায় তা ছড়িয়ে পড়তেই শুরু হয় তরজা । ওইদিন পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে পাগড়ি খুলে যায় বলবিন্দর সিংয়ের ৷ যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন শিখ সম্প্রদায়ের মানুষরা ৷ BJP নেতৃত্ব থেকে শুরু করে ক্রিকেটার হরভজন সিংও এই ঘটনার তীব্র নিন্দা জানান ।

ঘটনায় অভিযোগের আঙুল ওঠে রাজ্য পুলিশের দিকেই । অভিযোগ করা হয়, শিখ সম্প্রদায়ের একজন মানুষের পাগড়ি খুলে ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে । এদিকে কৈলাস বিজয়বর্গীয় একটি ছবি টুইট করে জানান, ভারতীয় নিরাপত্তাবাহিনীতেও ছিলেন বলবিন্দর । অভিযোগের উত্তর দিয়ে ঘটনার বিশ্লেষণ করে রাজ্য পুলিশ । হাতাহাতিতে পাগড়ি খুলে গিয়েছে বলে জানায় তারা । সব ধর্মকেই রাজ্য পুলিশ সম্মান করে এবং কারও ধর্মীয় ভাবাবেগকে আঘাত করতে চায় না ।

পাগড়ি বিতর্কে ময়দানে নামেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমিরন্দর সিং । ঘটনার তীব্র নিন্দা করেন । বলেন, "শিখ সম্প্রদায়ের এক ব্যক্তির সঙ্গে অপমানজনক ব্যবহার করেছে পশ্চিমবঙ্গ পুলিশ । তিনি স্তম্ভিত । বলবিন্দরকে গ্রেপ্তার করার সময়ে তাঁর পাগড়ি খুলে যায় । "

শিখ সম্প্রদায়ের ভাবাবেগে যে পুলিশকর্মী আঘাত করেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আর্জি জানান অমরিন্দর । একইসঙ্গে শিরোমণি অকালি দলের সভাপতি সুখবীর সিংও এই ঘটনার তীব্র নিন্দা জানান । টুইটে লেখেন, পশ্চিমবঙ্গ পুলিশকর্মী বলবিন্দর সিংয়ের উপর বিদ্বেষপূর্ণ আক্রমণ চালিয়েছেন । তাঁর পাগড়িকে অপমান করেছেন । এর তীব্র নিন্দা করছি । এই অপমান বিশ্বের শিখসম্প্রদায়কে ক্ষিপ্ত করেছে । সংশ্লিষ্ট পুলিশকর্মীর বিরুদ্ধে মমতাজির কাছে কড়া ব্যবস্থা নেওয়ার আর্জি জানাচ্ছি ।

Last Updated : Oct 10, 2020, 3:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details