পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

পঞ্জাবে বিষমদে মৃত বেড়ে 86 , জড়িতদের কড়া হুঁশিয়ারি ক্যাপ্টেন অমরিন্দরের - COUNTRY LIQUOR

পঞ্জাবে বিষমদ পান করে মৃতদের পরিবারকে দু লাখ টাকা ক্ষতিপূর দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং । সেই সঙ্গে দুই DSP, চার SHO সহ সাত জন আবগারি ও কর কর্মকর্তা এবং পরিদর্শককে বরখাস্ত করা হয়েছে ।

amrinder
amrinder

By

Published : Aug 1, 2020, 10:19 PM IST

চণ্ডীগড় , 1 অগাস্ট : বিষমদ কাণ্ডের পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং । সেই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পঞ্জাব পুলিশের দুই DSP এবং চার SHO সহ সাতজন আবগারি ও কর কর্মকর্তা ও পরিদর্শককে সাময়িক বরখাস্ত এবং তাদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন । পঞ্জাবের তরণ তরানে 64 , অমৃতসর গ্রামীণে 11 এবং গুরুদাসপুরে 11 সহ এই তিন জেলায় বিষমদ পান করে মোট 86 জনের মৃত্যু হয়েছে । নিহতদের প্রত্যেকের পরিবারকে দুই লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন অমরিন্দর সিং ।

এই ঘটনায় যদি কোনও সরকারী কর্মচারী বা অন্য কারও যোগ থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী । তিনি আরও বলেন বেআইনি মদ উৎপাদন ও বিক্রি রুখতে পুলিশ এবং আবগারি দফতর ব্যর্থ হয়েছে । যা অত্যন্ত হতাশার । পঞ্জাবের কাউকে বিষ খাইয়ে কেউ পালাতে পারবে না বলেন অমরিন্দর সিং ।

এই ঘটনায় জড়িত সকলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি । বেআইনি মদ ব্যবসায় জড়িতদেরকে হুঁশিয়ারি দিয়ে অমরিন্দর সিং বলেন, " ব্যবসা বন্ধ করুন , না হলে আপনাদের জন্য খারাপ দিন অপেক্ষা করছে । কোরোনায় হোক কিংবা বিষমদ পান করে , যে কোনও মৃত্যুই দুর্ভাগ্যজনক । "

ABOUT THE AUTHOR

...view details