পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

JNU-তে হামলার পর পূজা ভাটের "হাম্বল পাই" টুইট

রবিবার রাতে বিশ্ববিদ্যালয়ে হামলার কিছুক্ষণ পরেই চলচ্চিত্র পরিচালক মহেশ ভাটের মেয়ে পূজা একটি টুইট করেন । সেখানে তিনি লেখেন, "এই টুইট চলচ্চিত্র জগতে আমার সেই সব সতীর্থদের উদ্দেশ্যে, যাঁরা আজ শাসক দলের সঙ্গে নৈশভোজন করবেন ।

puja bhatt humble pie
পুজা ভাট

By

Published : Jan 6, 2020, 6:51 AM IST

Updated : Jan 6, 2020, 11:43 AM IST

মুম্বই, 6 জানুয়ারি : জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে দুষ্কৃতীদের হামলার পর বলিউডে তাঁর সতীর্থদের একাংশকে কটাক্ষ করে টুইট করলেন অভিনেত্রী ও প্রযোজক পূজা ভাট ।

রবিবার রাতে JNU-তে হামলার কিছুক্ষণ পরই পরিচালক মহেশ ভাটের মেয়ে পূজা একটি টুইট করেন । সেখানে তিনি লেখেন, "এই টুইট চলচ্চিত্র জগতে আমার সেই সব সতীর্থদের উদ্দেশ্যে, যাঁরা আজ শাসক দলের সঙ্গে নৈশভোজন করবেন । সেই সতীর্থদের প্রতি আবেদন, দেশজুড়ে ক্রমাগত বেড়ে চলা হিংসার ঘটনা কমাতে তাঁরা যেন শাসকদলকে অনুরোধ করেন । আর তা যদি না করতে পারেন, তাহলে নিদেনপক্ষে নৈশভোজে সুস্বাদু খাবারের স্বাদ নেওয়ার পাশাপাশি নিজেদের ভুলটা যেন স্বীকার (...help yourselves to some humble pie...) করেন । "

উল্লেখ্য, রবিবার রাতে মুম্বইয়ের এক পাঁচ তারা হোটেলে নাগরিকত্ব সংশোধনী আইন, 2019 (CAA) নিয়ে আলোচনার জন্য সভা ও নৈশভোজের আয়োজন করে BJP । CAA নিয়ে 'ভ্রান্ত ধারণা' দূর করতেই সভা ডাকা হয় । বলিউডের একঝাঁক অভিনেতা, অভিনেত্রী, গায়ক ও পরিচালককে দেখা গিয়েছিল সেই সভায় । আমন্ত্রিতদের মধ্যে ছিলেন, জ্যাকি শ্রফ, রিচা চাড্ডা, সুনীল শেট্টি, রবিনা ট্যান্ডন, রাজকুমার হিরানি, মধুর ভান্ডারকর, বনি কাপুর, প্রহ্লাদ কক্কর প্রমুখ । তবে ওই সভায় দেখা যায়নি অনুরাগ কাশ্যপ, স্বরা ভাস্বর, সুশান্ত সিংয়ের মতো অভিনেতাদের ।

Last Updated : Jan 6, 2020, 11:43 AM IST

ABOUT THE AUTHOR

...view details