পুদুচেরি, 14 জানুয়ারি : প্লাস্টিকের ব্যবহার কমাতে নতুন দিশা দেখাচ্ছে পুদুচেরির পিল্লাইয়ারকুপ্পম ৷ একক ব্যবহারযোগ্য প্লাস্টিক কমাতে গ্রামবাসীরা বানাচ্ছে কাপড় আর কাগজের ব্যাগ ৷ প্লাস্টিকের ব্যবহার বন্ধ করে পিল্লাইয়ারকুপ্পম এখন হয়ে উঠেছে জনপ্রিয় পর্যটন কেন্দ্র ৷
পরিবেশ দূষণ রুখতে পথ দেখাচ্ছে প্লাস্টিকমুক্ত পিল্লাইয়ারকুপ্পম - No Plastic Life Fantastic
প্লাস্টিকের বদলে কাপড় আর কাগজের ব্যাগের ব্যবহার বাড়াচ্ছে পুদুচেরির পিল্লাইয়ারকুপ্পম ৷ 2010 সাল থেকে শুরু করে এখনও পর্যন্ত এই গ্রাম প্লাস্টিকমুক্ত ৷
![পরিবেশ দূষণ রুখতে পথ দেখাচ্ছে প্লাস্টিকমুক্ত পিল্লাইয়ারকুপ্পম No Plastic Life Fantastic](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-5713229-thumbnail-3x2-plastic.jpg)
গ্রামের লোকদের এই উদ্যোগে সাহায্য করছে পুদুচেরি পরিবেশ দপ্তর ৷ শুরুর দিকে গ্রামবাসীদের কাপড় আর কাগজের ব্যাগ বানাতে প্রশিক্ষণও দিয়েছে পরিবেশ দপ্তর ৷ কাপড় আর কাগজের এই ব্যাগগুলি গ্রামবাসীরা এলাকার মুদিখানা ও অন্যান্য দোকানগুলিকে পাঠানো হয় ৷ পিল্লাইয়ারকুপ্পমের এই উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৷
পুদুচেরি সরকারের পরিবেশ দপ্তরের ইঞ্জিনিয়র সুরেশ জানিয়েছেন, "2010 সাল থেকে পিল্লাইয়ারকুপ্পম গ্রামকে প্লাস্টিক মুক্ত হিসেবে ঘোষণা করা হয়েছে ৷ আমরা কাপড় আর কাগজের ব্যাগ বানাতে মানুষদের মধ্যে সচেতনতা বাড়াচ্ছি ৷ স্থানীয় মহিলা ও যুবকদের প্রশিক্ষণও দেওয়া হচ্ছে ৷ "