পুদুচেরি, 7 জুন : কোরোনায় সংক্রমিতদের দেহ সমাধিস্থ করার যে অমানবিক ভিডিয়ো প্রকাশ্যে এসেছিল এবার তা নিয়ে সরব হল ইন্ডিয়া এগেইন্সট কোরাপশন । ওই সংগঠনের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, "মৃত্যুর পর তাঁর দেহ যথাযথ মর্যাদার সঙ্গে সৎকার হওয়াটা প্রতিটি মানুষের অধিকার । মানুষের মৃত্যুর পর তাঁর দেহের প্রতি অবমাননা ভারতীয় দণ্ডবিধির 500 ধারা অনুযায়ী একটি অপরাধ । মৃতদেহের সঙ্গে অবমাননা করার জন্য সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মী ও তত্ত্বাবধানে থাকা আধিকারিকদের উচিত শাস্তি হওয়া দরকার ।"
ইন্ডিয়া এগেইন্সট কোরাপশন সংগঠনের সভাপতি এস আনন্দকুমার জানিয়েছেন, " পুদুচেরিতে যা ঘটেছে, তা বিপর্যয় মোকাবিলার ক্ষেত্রে অপেশাদারীত্বের চূড়ান্ত ।"
পরিস্থিতি জটিল হতে শুরু করায় পডুচেরির কালেক্টর টি অরুণ তদন্তের নির্দেশ দিয়েছেন । সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে টি অরুণ জানিয়েছেন, "সংশ্লিষ্ট দপ্তরকে আমি ইতিমধ্যেই চিঠি পাঠিয়েছি । বিষয়টি খুবই দুর্ভাগ্যজনক । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।" এদিকে পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর কিরণ বেদি জানিয়েছেন, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শো-কজ় নোটিশ জারি করা হয়েছে ।