পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

পুদুচেরিতে কোরোনায় মৃতের সৎকারে নিন্দার ঝড়, চাপের মুখে শোকজ় - ছুড়ে ফেলা হচ্ছে কোরোনায় মৃতের দেহ

কোনওরকমে দূর থেকে ছুড়ে ফেলা হয়েছে কোরোনা সংক্রমিতের দেহ । পুদুচেরির এই ঘটনায় নিন্দার ঝড় উঠছে বিভিন্ন মহলে । আর এর জেরেই ঘটনার তদন্তের নির্দেশ দিলেন পডুচেরির কালেক্টর টি অরুণ ।

Puducherry Health Workers
পুদুচেরি কোরোনায় মৃতের সৎকারের ছবি

By

Published : Jun 7, 2020, 4:05 PM IST

পুদুচেরি, 7 জুন : কোরোনায় সংক্রমিতদের দেহ সমাধিস্থ করার যে অমানবিক ভিডিয়ো প্রকাশ্যে এসেছিল এবার তা নিয়ে সরব হল ইন্ডিয়া এগেইন্সট কোরাপশন । ওই সংগঠনের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, "মৃত্যুর পর তাঁর দেহ যথাযথ মর্যাদার সঙ্গে সৎকার হওয়াটা প্রতিটি মানুষের অধিকার । মানুষের মৃত্যুর পর তাঁর দেহের প্রতি অবমাননা ভারতীয় দণ্ডবিধির 500 ধারা অনুযায়ী একটি অপরাধ । মৃতদেহের সঙ্গে অবমাননা করার জন্য সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মী ও তত্ত্বাবধানে থাকা আধিকারিকদের উচিত শাস্তি হওয়া দরকার ।"

ইন্ডিয়া এগেইন্সট কোরাপশন সংগঠনের সভাপতি এস আনন্দকুমার জানিয়েছেন, " পুদুচেরিতে যা ঘটেছে, তা বিপর্যয় মোকাবিলার ক্ষেত্রে অপেশাদারীত্বের চূড়ান্ত ।"

পরিস্থিতি জটিল হতে শুরু করায় পডুচেরির কালেক্টর টি অরুণ তদন্তের নির্দেশ দিয়েছেন । সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে টি অরুণ জানিয়েছেন, "সংশ্লিষ্ট দপ্তরকে আমি ইতিমধ্যেই চিঠি পাঠিয়েছি । বিষয়টি খুবই দুর্ভাগ্যজনক । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।" এদিকে পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর কিরণ বেদি জানিয়েছেন, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শো-কজ় নোটিশ জারি করা হয়েছে ।

প্রসঙ্গত, 4 জুন চেন্নাইয়ের থাউজ়্যান্ড লাইটস এলাকায় 44 বছর বয়সি এক ব্যক্তির হৃদযন্ত্রের সমস্যার কারণে মৃত্যু হয় । তিনি পুদুচেরিতে তাঁর শ্বশুর বাড়িতে গেছিলেন দেখা করতে । মৃত্যুর পরে ওই ব্যক্তির কোরোনা রিপোর্ট পজ়িটিভ আসে । ফলে দেহ আর পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়নি । সরকারের তরফেই দেহ সমাধিস্থ করার ব্যবস্থা করা হয় ।

আরও পড়ুন :দূর থেকে ছুড়ে ফেলা হচ্ছে কোরোনায় মৃতের দেহ

এরপরেই যে ছবিটি সামনে আসে, তা সত্যিই নিন্দনীয় । কর্পোরেশনের চারজন সাফাইকর্মী, গাড়ি থেকে দেহটি অত্যন্ত অবহেলার সঙ্গে নিচে নামায় । সাদা কাপড়ে দেহটি মুড়ে দেওয়া হয় । তারপর আগে থেকেই খুঁড়ে রাখা গর্তে দেহটি ছুড়ে ফেলা দেয় ওই সাফাইকর্মীরা । আর এই ছবি সামনে আসতেই নিন্দার ঝড় উঠেছে সর্বত্র । স্থানীয় স্বাস্থ্য আধিকারিকদের এই বিষয়ে প্রশ্ন করা হলে তাঁদের সাফাই, "ওরা হয়তো ভয় পেয়েছিল । কারণ, এরকম রোগীর দেহ তাঁর পরিবারও নিচ্ছে না ।" তবে, আগামীদিনে যাতে দেহ সঠিকভাবে সমাধিস্থ করা হয়, তা নিয়ে যথাযথ প্রশিক্ষণ দেওয়া হবে বলেও আশ্বস্ত করেন স্থানীয় স্বাস্থ্য আধিকারিকরা ।

ABOUT THE AUTHOR

...view details