দিল্লি, 31 জানুয়ারি: কোভিড টিকা নেওয়ার পর যে 11 জন স্বাস্থ্যকর্মী ও ফ্রন্টলাইনে থাকা কর্মীর মৃত্যু হয়েছে, তার তদন্তের দাবি জানালেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। রবিবার এ বিষয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে একটি চিঠি দিয়েছেন তাঁরা।
দেশে কোরোভাইরাসের টিকাকরণ শুরু হওয়ার পর থেকে টিকা গ্রহণের পর সবমিলিয়ে মৃত্যু হয়েছে 11 জনের। তারই তদন্তের দাবি জানিয়ে যাঁরা স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন, তাঁদের মধ্য়ে উল্লেখযোগ্য হল প্রখ্যাত বিশেষজ্ঞ মালিনী আইসোলা, এসপি কালান্ত্রি ও টি জ্যাকব জনের নাম।
চিঠিতে লেখা হয়েছে, ''যদিও জেলা ও রাজ্যের আধিকারিকরা জানিয়েছেন, এই মৃত্যুগুলির সঙ্গে কোভিড টিকার কোনও সম্পর্ক নেই, তবে জেলা, রাজ্য ও জাতীয় ক্ষেত্রে টিকাকরণের পর বিরূপ পরিস্থিতি (অ্যাডভার্স ইভেন্টস ফলোয়িং ইম্যুনাইজেশন) কমিটি এই মৃত্যুর সম্পর্কে কোনও রিপোর্ট পেশ করেনি। এই মৃত্যুর বিষয়ে কারা তদন্ত করেছেন, প্রত্যেক তদন্ত কী পদ্ধতিতে হয়েছে, এই বিষয়গুলি সম্পর্কে জনগণকে কিছু জানানো হয়নি। এই মৃত্যুগুলির কারণ খতিয়ে দেখতে তদন্তে বাধ্যবাধকতা রয়েছে।''
আরও পড়ুন:কর্নাটক : টিকা পেয়েছেন 2 লক্ষেরও বেশি স্বাস্থ্য়কর্মী
চিঠিতে আরও বলা হয়েছে যে, ''নজরে আনতে চাই যে এই 11 মৃত্যুর ঘটনা বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভিড টিকাকরণ নিয়ে গুরুতর এইএফআই ক্লাস্টারের সমতুল। হু-এর আন্তর্জাতিক নির্দেশিকায় টিকাকরণের পর নজরদারির নিয়মগুলি দেওয়া আছে। এইএফআই-গুলি অবশ্যই অবিলম্বে গুরুত্ব দিয়ে তদন্ত করা উচিত।'' প্রশাসন বা প্রস্তুতকারকদের ভুলভ্রান্তি থাকলে এই তদন্ত তা শুধরে নিতে সাহায্য করবে বলেও চিঠিতে উল্লেখ করেছেন বিশেষজ্ঞরা।