লখনউ , 1 অগাস্ট : সেদিন কর সেবকদের উপর গুলি চালানোর নির্দেশ না দিয়ে গর্ব বোধ করছি ৷ বললেন উত্তরপ্রদেশের প্রাক্তণ মুখ্যমন্ত্রী ও BJP নেতা কল্যাণ সিং ৷ তিনি বলেন, " 1992 সালে আমি যখন মুখ্যমন্ত্রী ছিলাম ৷ সেই সময় বিক্ষোভ চলাকালীন কর সেবকরা জড়ো হয় অযোধ্যায় ৷ সেই সময় জেলাশাসক আমায় জানিয়েছিলেন, চার ব্যাটেলিয়ন কেন্দ্রীয় ফোর্স সাকেত মহাবিদ্যালয়ের সামনে জড়ো হয়েছিল ৷ সেই সময় আমি কর সেবকদের উপর গুলি চালাতে মানা করি ৷ "
তিনি আরও বলেন, " অযোধ্যায় সেই সময় যে পরিস্থিতি তৈরি হয়েছিল , তার উপর নজর রেখে আমি লিখিত নির্দেশ দিয়েছিলাম কর সেবকদের উপর গুলি চালানো যাবে না ৷ সেখানে প্রায় 3 লাখ কর সেবক জড়ো হয়েছিল ৷ গুলি না চালিয়ে অন্য কোনও উপায়ে তাদের নিয়ন্ত্রণে আনার উপদেশ দিই ৷ আমি এই সিদ্ধান্ত নিয়েছিলাম ৷ কারণ, আমি জানতাম গুলি চালানো হলে বহু লোক প্রাণ হারাত ৷ দেশের বিভিন্ন জায়গা থেকে কর সেবকরা সেখানে এসেছিল ৷ হিংস্রতা সেই সময় দেশে ও রাজ্যে আরও খারাপ পরিস্থিতি তৈরি করত ৷ আমি গর্বিত সেই সময় কোনও কর সেবকের প্রাণ যায়নি ৷ "