দিল্লি, 20 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইন নিয়ে উত্তপ্ত দিল্লি । পুলিশের বাধা উপেক্ষা করেই মিছিলে যোগ ভীম সেনা প্রধান চন্দ্রশেখর আজাদের । পুড়ল একাধিক গাড়ি । পরিস্থিতি সামলাতে জলকামান পুলিশের ।
আজ দিল্লির জামা মসজিদ থেকে মিছিল বের করে ভীম সেনা । নমাজ পড়ার পরই শুরু হয় মিছিল । অনুমতি না পাওয়া সত্ত্বেও মিছিল করায় ভীম সেনা প্রধান চন্দ্রশেখর আজাদকে ধরতে সকাল থেকেই সজাগ ছিল পুলিশ । কিন্তু মিছিলটি শুরু হয়ে গেলে ভিড়ের মধ্যে মিশে যান চন্দ্রশেখর। নেতৃত্ব দেন গোটা মিছিলের । কার্যত হাত ফসকে বেরিয়ে যান তিনি । হাতে ভারতীয় সংবিধানের প্রতিলিপি । জামা মসজিদের বাইরে বেরোনোর গেট বন্ধ করে দিয়ে প্রতিবাদীদের আটকানোর চেষ্টা করে পুলিশ । কিন্তু জনস্রোতের সামনে কার্যত সংখ্যায় কম পড়ে যায় তারা । জামা মসজিদ থেকে রাস্তায় বেরিয়ে পড়ে মিছিল । এর কিছু পরে যদিও দরিয়াগঞ্জের কাছে চন্দ্রশেখরকে আটক করতে পারে পুলিশ । তবে তাঁকে আটক করে রাখতে পারেনি বেশিক্ষণ । ভ্যানে তোলার আগেই পুলিশের হাত ছেড়ে ফের মিছিলে ঢুকে পড়েন তিনি ।
এদিকে, আজ বিকেলে দিল্লিতে ফের বিক্ষোভ শুরু হয় । পুলিশের বাধা উপেক্ষা করেই ফের আন্দোলনে নামে তারা । আগুন লাগিয়ে দেয় একাধিক গাড়ি ও বাইকে । পরিস্থিতি সামলাতে জলকামানের ব্যবহার করে পুলিশ । বিক্ষোভের জেরে বন্ধ রয়েছে সেন্ট্রাল সেক্রেটারিয়েট, চৌরি বাজার, চাদনি চক. রাজীব চক, জামা মসজিদ, লাল কেল্লা, দিল্লি গেট, খান মার্কেট, জনপত, প্রগতি ময়দান, মাণ্ডি হাউজ়, জামিয়া মিলিয়া ইসলামিয়া, মৌজপুর-বাবারপুর, শিববিহার, জোহরি এনক্লেভ মেট্রো স্টেশন ।