গুয়াহাটি, 9 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে অসমের একাধিক জায়গায় বিক্ষোভ ৷ গতরাতের পর আজ সকাল থেকে ফের পথে নেমেছে সাধারণ মানুষ ৷ তিওক, জোরহাটে রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছে ক্ষুব্ধ জনতা । উত্তর অসম কার্যত বিচ্ছিন্ন । 37 ও 52 নম্বর জাতীয় সড়ক সহ একাধিক রাস্তায় বন্ধ যান চলাচল ।
আজ ধেমাজিতে 12 ঘণ্টার অসম বনধের ডাক দিয়েছে অল অসম সুটিয়া স্টুডেন্ট ইউনিয়ন । পাশাপাশি অসমের শিবসাগরে বনধের ডাক দিয়েছে অসম যুব মঞ্চ, অল অসম কোচ রাজবংশী স্টুডেন্ট ইউনিয়ন KMSS ও বীর লচিত সেনা । গতকাল থেকেই গুয়াহাটি সহ অসমের একাধিক জায়গায় পথে নেমেছে মানুষজন। আজ ও আগামীকাল অসম বনধেরও ডাক দিয়েছে বহু সংগঠন ।