দিল্লি, 28 সেপ্টেম্বর : বিতর্কিত কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত । আজও দেশজুড়ে বিভিন্ন জায়গায় জারি এই নতুন আইনের বিরুদ্ধে প্রতিবাদ, বিক্ষোভ । দিল্লিতে ইন্ডিয়া গেটের সামনে যুব কংগ্রেসের কর্মীরা কৃষি বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে একটি ট্র্যাক্টরে আগুন ধরিয়ে দেয় । একই ইশুতে এবং কর্নাটকের ভূমি সংস্কার আইন ও শ্রম আইন সংশোধনের বিরুদ্ধে AIKS ও অন্যান্য সংগঠনগুলি আজ কর্নাটকে বনধের ডাক দিয়েছে । এদিকে আজ পঞ্জাবে অবস্থানে বসবেন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং ।
কৃষি আইনের বিরুদ্ধে ইন্ডিয়া গেটের সামনে আজ সকালে বিক্ষোভ প্রদর্শন করেন যুব কংগ্রেস কর্মীরা । একটি ট্র্যাক্টরে আগুন ধরিয়ে বিক্ষোভ দেখান তাঁরা । বিক্ষোভকারীদের সনাক্ত করেছে পুলিশ ।
ইন্ডিয়া গেটের সামনে ট্রাক্টরে আগুন ধরিয়ে দেন যুব কংগ্রেস কর্মীরা পঞ্জাব-সহ দেশের একাধিক প্রান্তে বিক্ষোভ দেখাচ্ছেন কৃষকরা । বিলে অনুমোদন না দেওয়ার জন্য রাষ্ট্রপতিকে আবেদন জানিয়েছিল বিরোধী দলগুলিও । এইসবের মধ্যেই গতকাল কৃষি সংক্রান্ত তিনটি বিলে সই করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ । তৈরি হয় আইন । এই নতুন আইনের বিজ্ঞপ্তিও ইতিমধ্যেই জারি করেছে কেন্দ্র ।
কৃষি আইন, কর্নাটকের ভূমি সংস্কার আইন ও শ্রম আইন সংশোধনের বিরুদ্ধে আজ কর্নাটকে রাজ্যজুড়ে বনধের ডাক দিয়েছে AIKS ও অন্যান্য কৃষক সংগঠনগুলি । সকাল থেকেই রাস্তাঘাট ফাঁকা । হাসানের হেমাবতী মূর্তির সামনে বাইক র্যালি করেন AIKS সমর্থকরা । ঝামেলা এড়াতে কালাবুরাগি-সহ একাধিক জায়গায় মোতায়েন করা হয়েছে পুলিশ । কর্নাটকের 50টি কৃষক সমিতি এবং অন্যান্য সংগঠনগুলির ডাকা বনদের সমর্থনে কর্নাটক রক্ষণা বেদিকে কর্মীরা ম্যাজেস্টিকের কাছে বাস থামানোর চেষ্টা করলে তাদের আটক করে পুলিশ ।
এদিকে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং আজ শহিদ ভগৎ সিং নগরের খাটকার কালানে ধরনায় বসবেন ।