পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কর্নাটকের কোডাগুতে মধুচক্র, গ্রেপ্তার 2 - হোমস্টে

ধৃতের নাম রাজেশ ৷ তার বাড়ি কুশলনগরেই ৷ অন্য় আর এক অভিযুক্ত রজনীকান্তের বাড়ি মাদালাপুরে ৷

prostitution-at-homestay-in-kodagu-two-accused-arrested
কর্নাটকের কোডাগুতে মধুচক্র, গ্রেপ্তার 2

By

Published : Nov 4, 2020, 1:51 PM IST

কোডাগু, কর্নাটক : মধুচক্র চালানোর অভিযোগে গ্রেপ্তার করা হল 2 ব্য়ক্তিকে ৷ কর্নাটকের কোডাগু জেলার কুশলনগরের একটি হোমস্টেতে এই মধুচক্র চলছিল বলে পুলিশ জানিয়েছে ৷

ধৃতের নাম রাজেশ ৷ তার বাড়ি কুশলনগরেই ৷ অন্য় আর এক অভিযুক্ত রজনীকান্তের বাড়ি মাদালাপুরে ৷

গোপন সূত্রে খবর পেয়ে কুশলনগরের CPI মহেশ দেবারুর নেতৃত্বে গন্ধাদা কোঠির ওই হোমস্টে-তে অভিযান চালায় পুলিশ ৷ সেখান থেকেই রাজেশ ও রজনীকান্তকে গ্রেপ্তার করা হয়েছে ৷ বাড়িটি থেকে দুই মহিলাকেও উদ্ধার করা হয়েছে ৷ এই চক্রের সঙ্গে আর কারা জড়িত তা জানতে তদন্ত শুরু করেছে কুশলনগর থানার পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details