পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কেন্দ্রের সম্মতি থাকলে পৃথক খলিস্তানই চাইছে অকাল তখত - Amritsar news

স্বর্ণমন্দির চত্বরে উঠল পৃথক খলিস্তানের দাবিতে স্লোগান । সরকার চাইলে পৃথক রাজ্যে আপত্তি নেই, বলছে অকাল তখত ।

Amritsar
পৃথক খালিস্তানই চাইছে আকাল তখত

By

Published : Jun 7, 2020, 2:07 AM IST

অমৃতসর, 6 জুন : অপারেশন ব্লু স্টারের 36 বছর পার হতে চলেছে । আর এরই মাঝে খলিস্তানপন্থী স্লোগান অমৃতসরের স্বর্ণমন্দির চত্বরে । এই পরিস্থিতিতে শিখদের প্রভাবশালী সংগঠন অকাল তখত বলছে, কেন্দ্রের যদি সম্মতি থাকে তবে আলাদা রাজ্যতে আপত্তি নেই তাদের ।

শিরোমনি আকালি দলের (অমৃতসর) সভাপতি ও প্রাক্তন সাংসদ সিমরনজিত সিং মানের ছেলের ইমান সিং মানের নেতৃত্বে প্রায় একশো জন আজ স্লোগান তোলে অকাল তখতে । 1984 সালে অমৃতসরে জঙ্গি হানায় মৃতদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানাতে আজ বিশেষ কর্মসূচি স্বর্ণমন্দিরে । সেখানে উপস্থিত ছিলেন শিখ কট্টরপন্থী দল দামদামি তাকসাল দল ও অকাল তখতের নেতারা ।

আজকের ওই কর্মসূচিতে অকাল তখতের নেতা গিয়ানি হরপ্রীত সিং বলেন, "অপারেশন ব্লু স্টারের ক্ষত শিখরা সবসময় মনে রাখবে ।" কর্মসূচি শেষে পৃথক খালিস্তানের প্রয়োজনীয়তা আদৌ আছে কি না, তা নিয়ে সাংবাদিকদের প্রশ্ন মুখোমুখি হয়ে তিনি বলেন, "যদি আমার এটা পেয়ে যাই, তবে আর কী দরকার? যদি ভারত সরকার আমাদের এমন কোনও প্রস্তাব দেয়, তবে আমরা তাতে রাজি আছি ।" তিনি আরও বলেন, "পৃথিবীতে কি এমন কোনও শিখ আছেন, যিনি এটা চান না ?"

শিরোমনি গুরুদোয়ারা প্রবন্ধক কমিটির প্রেসিডেন্ট গোবিন্দ সিং লঙ্গওয়ালও গিয়ানি হরপ্রীত সিংয়ের বক্তব্যেরর সঙ্গে সহমত । তিনি বলেন, "সকল শিখ সম্প্রদায়ই এই মতকে স্বাগত জানিয়েছে ।" এদিকে খালিস্তানপন্থী যে স্লোগান আজ অমৃতসরের স্বর্ণমন্দির চত্বরে উঠেছে তারও সাফাই দেন হরপ্রীত সিং । বলেন, " এতে ভুল কিছু নেই । তবে যে ধর্মীয় কর্মসূচি চলছিল, তা শেষ হওয়ার পরে এটা করতে পারত ।"

কোরোনা পরিস্থিতির মাঝে এক হাজারের বেশি মানুষের প্রবেশের অনুমতি ছিল না স্বর্ণমন্দির চত্বরে । অন্যান্য বছরে এই দিনে স্বর্ণমন্দিরে এক লাখেরও বেশি ভক্তের সমাগম হয় ।

ABOUT THE AUTHOR

...view details