পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

হতাশ করবে, এই এগজ়িট পোল বিশ্বাস করবেন না ; বার্তা প্রিয়াঙ্কার - congress

"বুথ ফেরত সমীক্ষা আপনাদের হতাশ করে দেবে । এতে আপনারা বিশ্বাস করবেন না । কাউন্টিং রুম ও স্ট্রং রুমের বিষয়ে আপনাদের আরও সচেতন হওয়া উচিত ।" কর্মীদের বার্তা দিলেন প্রিয়াঙ্কা ।

প্রিয়াঙ্কা

By

Published : May 21, 2019, 1:54 PM IST

দিল্লি, 21 মে : ফের কেন্দ্রে ক্ষমতায় আসতে চলেছে NDA জোট । বুথ ফেরত সমীক্ষায় উঠে আসছে এই তথ্য । এই পরিস্থিতিতে গতকাল কংগ্রেস কর্মীদের উদ্দেশে এক অডিয়ো বার্তা দিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি।

অডিয়ো বার্তায় প্রিয়াঙ্কা কংগ্রেস কর্মীদের বুথ ফেরত সমীক্ষায় বিশ্বাস করতে বারণ করেছেন । তিনি বলেন, "বুথ ফেরত সমীক্ষা আপনাদের হতাশ করে দেবে । এতে আপনারা বিশ্বাস করবেন না । কাউন্টিং রুম ও স্ট্রং রুমের বিষয়ে আপনাদের আরও সচেতন হওয়া উচিত । আমি আমাদের কঠোর পরিশ্রমকে শ্রদ্ধা ও বিশ্বাস করি । "

ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে লোকসভা নির্বাচন । এখন সবাই তাকিয়ে আছে ফলাফলের দিকে । একাধিক বুথ ফেরত সমীক্ষা জানাচ্ছে, ফের কেন্দ্রে আসতে চলছে নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন সরকার । একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে দিল্লির মসনদে বসতে চলেছেন নরেন্দ্র মোদিই ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details