দিল্লি, 15 জুলাই : অপহরণকারীকে কানপুর পুলিশ অপহৃত ব্যক্তির পরিবারকে মুক্তিপণ দেওয়ার বিতর্কে জড়িয়ে ছিল । ঘটনার পরিপ্রেক্ষিতে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও সরকারি আইন শৃঙ্খলা পরিস্থিতিকে বুধবার তীব্র কটাক্ষ করেন ।
উত্তরপ্রদেশ কংগ্রেসের ভারপ্রাপ্ত নেতা প্রিয়াঙ্কা গান্ধি ফেসবুকে একটি পোস্ট করেন, কানপুরের কিছু দুষ্কৃতী এক যুবককে অপহরণ করে । তারপর যুবকের পরিবারের কাছে মুক্তিপণ চায় । অপহৃতর পরিবার বাড়ি এবং গহনা বিক্রি করে 30 লাখ টাকার ব্যবস্থা করে ।
তিনি অভিযোগ করেন, পুলিশের নির্দেশে ব্যাগ ভরতি টাকা অপহরণকারীদের হাতে তুলে দেয় পরিবার । অথচ পুলিশ অপহরণকারীদের গ্রেপ্তার করা অথবা অপহৃত যুবক উদ্ধার করার মতো কোনও পদক্ষেপ করেনি । এটি সেই কানপুর যেখানে এমন একটি বড় ঘটনা ঘটে গেল । উত্তরপ্রদেশের এমন আইন শৃঙ্খলা কেউ কল্পনাও করতে পারে না ।