নিউদিল্লি, 26 অক্টোবর : উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা নিয়ে মুখ্য়মন্ত্রী যোগী আদিত্য়নাথকে আক্রমণ করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি বঢরা ৷ উত্তরপ্রদেশের মানুষ ভয় ও আতঙ্কের মধ্য়ে দিন কাটাচ্ছে বলে তাঁর দাবি ।
আজ সকালে উত্তরপ্রদেশের বাগপত থেকে এক লোহা ব্য়বসায়ীকে অপহরণ করে একদল দুষ্কৃতী ৷ মুক্তিপণ হিসেবে এক কোটি টাকা দাবি করে তারা ৷ সেই সূত্রে একটি মিডিয়া রিপোর্টের উল্লেখ করে প্রিয়াঙ্কা টুইটারে লেখেন, আজ সকালে একজন লোহা ব্য়বসায়ীকে অপরহণ করা হল বাগপত থেকে ৷ মহিলারা নিরাপদ নন উত্তরপ্রদেশে ৷ সব ব্য়বসায়ী নিরাপত্তার অভাব বোধ করছেন ৷ এমনকী শিশুরাও নিরাপদে নেই ৷