পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

আগাম জামিনের আর্জি প্রিয়াঙ্কা গান্ধির সেক্রেটারির - উত্তরপ্রদেশ সরকার

পরিযায়ী শ্রমিকদের ফেরাতে কংগ্রেসের বাস পরিসেবায় জালিয়াতির করেছেন প্রিয়াঙ্কা গান্ধির সেক্রেটারি সন্দীপ সিং। এমনই অভিযোগ তুলে আদালতে মামলা দায়ের করেছে উত্তরপ্রদেশ সরকার। সেই মামলায় আদালতের কাছে আগাম জামিনের আবেদন করলেন সন্দীপ সিং।

আগাম জামিনের আর্জি সন্দীপ সিং-এর
আগাম জামিনের আর্জি প্রিয়াঙ্কা গান্ধীর সেক্রেটারির

By

Published : Jun 12, 2020, 9:09 PM IST

লখনউ, 12জুন,এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চেরকাছে আগাম জামিনের আবেদন জানালেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধির ব্যক্তিগতসেক্রেটারি সন্দীপ সিং। তাঁর বিরুদ্ধে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে কংগ্রেসেরপাঠানো1000টিবাসের তালিকায় জালিয়াতি করার অভিযোগ তুলে মামলা দায়ের করে উত্তর প্রদেশ সরকার। এইএকই মামলায় নাম রয়েছে উত্তরপ্রদেশেরে কংগ্রেস প্রধান অজয়কুমার লাল্লুর। তাঁকেগ্রেপ্তার করেছে লখউন পুলিশ।

লকডাউনেআটকে থাকা উত্তর প্রদেশেরে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে কংগ্রেসের পক্ষ থেকে1000টি বাসের আয়োজন করা হয়। উত্তরপ্রদেশসরকারের অভিযোগ,ওই বাসেরতালিকায় জালিয়াতি করেছেন অজয় লাল্লু,সন্দীপ সিং সহ বেশকয়েকজন কংগ্রেসনেতা। যোগি সরকারের অভিযোগ,অধিকাংশবাসগুলির সঠিক কাগজপত্র ও রক্ষণাবেক্ষণ ছিল না।19মে হজরতগঞ্জ থানায় অজয় লাল্লু,সন্দীপ সিং-এর বিরুদ্ধে প্রতারণারমামলা দায়ের করা হয়। যদিও কংগ্রেস সেই অভিযোগ অস্বীকার করেছে।

সেইমামলায় এলাহাবাদ হাইকোর্টে আগাম জামিনের আর্জি জানিয়েছিলেন সন্দীপ সিং। শুক্রবারসেই মামলার শুনানি চলাকালীন হাইকোর্ট পুলিশের কাছে মামলার সব নথি চায়। কোর্টজানিয়েছে,মামলারপরবর্তী শুনানি17জুন।সেই দিনের মধ্যে পুলিশকে আদালতে সব নথিপত্র জমা দিতে হবে।

সন্দীপসিং-এর আইনজীবীJNমাথুরজানিয়েছেন, “তাঁরমক্কেলকে মিথ্যে অভিযোগে ফাঁসানো হচ্ছে। এটি একটি রাজনৈতিক চক্রান্ত।

সম্প্রতিপরিযায়ী শ্রমিকদের ঘরে ফিরিয়ে আনতে কংগ্রেসের এই বাস পরিষেবা নিয়েবিজেপি-কংগ্রেসের মধ্যে সংঘর্ষ চলছে। কংগ্রেসের বাস আটকানো নিয়ে সম্প্রতিউত্তরপ্রদেশ ও রাজস্থান সীমান্তে ধরনায় বসেছিলেন অজয় কুমার লাল্লু। সেখান থেকেতাঁকে গ্রেপ্তার করেছিল পুলিশ। পরে আগ্রা কোর্ট থেকে জামিন পান তিনি। যদিও সেদিনইফের তাঁকে গ্রেপ্তার করে লখনউ পুলিশ।

ABOUT THE AUTHOR

...view details