লখনউ, 12জুন,এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চেরকাছে আগাম জামিনের আবেদন জানালেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধির ব্যক্তিগতসেক্রেটারি সন্দীপ সিং। তাঁর বিরুদ্ধে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে কংগ্রেসেরপাঠানো1000টিবাসের তালিকায় জালিয়াতি করার অভিযোগ তুলে মামলা দায়ের করে উত্তর প্রদেশ সরকার। এইএকই মামলায় নাম রয়েছে উত্তরপ্রদেশেরে কংগ্রেস প্রধান অজয়কুমার লাল্লুর। তাঁকেগ্রেপ্তার করেছে লখউন পুলিশ।
লকডাউনেআটকে থাকা উত্তর প্রদেশেরে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে কংগ্রেসের পক্ষ থেকে1000টি বাসের আয়োজন করা হয়। উত্তরপ্রদেশসরকারের অভিযোগ,ওই বাসেরতালিকায় জালিয়াতি করেছেন অজয় লাল্লু,সন্দীপ সিং সহ বেশকয়েকজন কংগ্রেসনেতা। যোগি সরকারের অভিযোগ,অধিকাংশবাসগুলির সঠিক কাগজপত্র ও রক্ষণাবেক্ষণ ছিল না।19মে হজরতগঞ্জ থানায় অজয় লাল্লু,সন্দীপ সিং-এর বিরুদ্ধে প্রতারণারমামলা দায়ের করা হয়। যদিও কংগ্রেস সেই অভিযোগ অস্বীকার করেছে।