পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মূল্যবৃদ্ধির বিরোধিতায় যোগী সরকারকে আক্রমণ প্রিয়াঙ্কার - টুইটে উত্তরপ্রদেশ সরকারকে আক্রমণ

মূল্যবৃদ্ধির জন্য আবার উত্তরপ্রদেশ সরকারকে আক্রমণ করলেন প্রিয়াঙ্কা গান্ধি বঢ়রা । বলেন, এই সরকার মানুষের সমস্যায় এখন নীরব ।

যোগী সরকারকে আক্রমণ প্রিয়াঙ্কার
যোগী সরকারকে আক্রমণ প্রিয়াঙ্কার

By

Published : Oct 27, 2020, 1:29 PM IST

দিল্লি, 27 অক্টোবর : মূল্যবৃদ্ধির বিরোধিতায় উত্তরপ্রদেশ সরকারকে আক্রমণ করলেন প্রিয়াঙ্কা গান্ধি বঢ়রা । বলেন, যোগী আদিত্যনাথ মানুষের সমস্যা নিয়ে নীরব । এদিকে মিথ্যা প্রোপাগান্ডার জন্য কোটি কোটি টাকা খরচ করেন । প্রিয়াঙ্কা লেখেন, "উৎসবের মরশুম । উত্তরপ্রদেশে এই সময়ে মানুষের উপর মূল্যবৃদ্ধি চাপিয়ে দেওয়া হয়েছে । সবজির দাম আকাশছোঁয়া । কাজ এবং ব্যবসাও বন্ধ । "

কিন্তু এই BJP সরকার মিথ্যা প্রোপাগান্ডার জন্য কোটি কোটি টাকা খরচ করে । তবে মানুষের সমস্যায় এখন নীরব বলে কটাক্ষ করেন প্রিয়াঙ্কা ।

টুইটে উত্তরপ্রদেশ সরকারকে আক্রমণ করার পাশাপাশি প্রিয়াঙ্কা লখনউয়ে বিভিন্ন সবজির দামও উল্লেখ করেন ।

উত্তরপ্রদেশে কংগ্রেসের অন্যতম মুখ প্রিয়াঙ্কা গান্ধি । বারবার উত্তরপ্রদেশ সরকারের কড়া সমালোচনা করেছেন । হাথরসের নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়াতেও দেখা গিয়েছিল তাঁকে । মূল্যবৃদ্ধির জন্য আবার উত্তরপ্রদেশ সরকারকে আক্রমণ করলেন তিনি ।

ABOUT THE AUTHOR

...view details