পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

লোধি এস্টেটে সরকারি বাংলো খালি করলেন প্রিয়াঙ্কা গান্ধি

সরকারি নির্দেশিকা অনুযায়ী দিল্লির লোধি এস্টেটের সরকারি বাংলো খালি করে দিলেন প্রিয়াঙ্কা গান্ধি ভাদরা। এই বাংলোটি বর্তমানে BJP নেতা ও রাজ্যসভার সাংসদ অনিল বালুনির থাকার জন্য নির্দিষ্ট করা হয়েছে।

Priyanka gandhi
Priyanka gandhi

By

Published : Jul 30, 2020, 7:53 PM IST

দিল্লি, 30 জুলাই: নির্দিষ্ট সময়ের আগেই সরকারি বাংলো খালি করে দিলেন প্রিয়াঙ্কা গান্ধি ভাদরা। প্রিয়াঙ্কা ঘনিষ্ঠ এক সূত্র মারফত জানা যায়, আজ সকালে দক্ষিণ দিল্লির লোধি এস্টেটে অবস্থিত সরকারি বাংলো খালি করে দেন তিনি।

গত 30 জুন সরকারের তরফ থেকে প্রিয়াঙ্কা গান্ধিকে নির্দেশ দেওয়া হয়, তিনি স্পেশাল প্রোটেকশন গ্রুপের (SPG) অন্তর্গত না থাকায় 1 অগস্টের মধ্যে দিল্লির সরকারি বাংলো খালি করে দিতে হবে। 1997 সাল থেকে এই বাংলাতেই থাকতেন প্রিয়াঙ্কা। বর্তমানে লোধি এস্টেটের এই বাংলোটিতে থাকবেন BJP-র রাজ্যসভার সাংসদ অনিল বালুনি।

গত রবিবার, প্রিয়াঙ্কা গান্ধি অনিল বালুনিকে চা চক্রে আমন্ত্রণ জানান, কিন্তু অসুস্থ থাকায় তিনি সেই আবেদন সবিনয়ে নাকচ করে দেন। তবে নতুন বাংলোয় যাওয়ার পর তিনি প্রিয়াঙ্কাকে উত্তরাখণ্ডের খাবার খেতে আমন্ত্রণ জানিয়েছেন।

বালুনি প্রিয়াঙ্কাকে বলেন, নতুন বাড়িতে স্থানান্তরিত হওয়ার পর তিনি মান্ডভের রুটি,ঝিঙ্গুরের ক্ষীর, পাহাড়ি রায়তা এবং ভাতের চুটকানি ( এক ধরনের কালো ডাল) খাওয়াবেন।

প্রিয়াঙ্কার আমন্ত্রণের ধন্যবাদ জানিয়ে বালুনি জানান, তিনি মুম্বাই থেকে সম্প্রতি ক্যান্সারের চিকিৎসা করিয়ে এসেছেন, আপাতত কিছুদিন তাকে আইসোলেশনে থাকতে হবে।

সোমবার বালুনির সঙ্গে ফোনে বার্তালাপের পর প্রিয়াঙ্কা গান্ধি টুইট করে লেখেন, " অনিল বালুনি ও তার স্ত্রীর সঙ্গে কথা হয়েছে, তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। "

স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে গত 30 জুন জানানো হয়, প্রিয়াঙ্কা গান্ধিকে 'জেড প্লাস' সুরক্ষা মোতায়েন করা হয়েছে, এতে সারা দেশ জুড়ে তিনি CRPF জওয়ানদের সুরক্ষা পেলেও সরকারি আবাসনে থাকার সুযোগ পাবেন না।

ABOUT THE AUTHOR

...view details