দিল্লি, 30 জুলাই: নির্দিষ্ট সময়ের আগেই সরকারি বাংলো খালি করে দিলেন প্রিয়াঙ্কা গান্ধি ভাদরা। প্রিয়াঙ্কা ঘনিষ্ঠ এক সূত্র মারফত জানা যায়, আজ সকালে দক্ষিণ দিল্লির লোধি এস্টেটে অবস্থিত সরকারি বাংলো খালি করে দেন তিনি।
গত 30 জুন সরকারের তরফ থেকে প্রিয়াঙ্কা গান্ধিকে নির্দেশ দেওয়া হয়, তিনি স্পেশাল প্রোটেকশন গ্রুপের (SPG) অন্তর্গত না থাকায় 1 অগস্টের মধ্যে দিল্লির সরকারি বাংলো খালি করে দিতে হবে। 1997 সাল থেকে এই বাংলাতেই থাকতেন প্রিয়াঙ্কা। বর্তমানে লোধি এস্টেটের এই বাংলোটিতে থাকবেন BJP-র রাজ্যসভার সাংসদ অনিল বালুনি।
গত রবিবার, প্রিয়াঙ্কা গান্ধি অনিল বালুনিকে চা চক্রে আমন্ত্রণ জানান, কিন্তু অসুস্থ থাকায় তিনি সেই আবেদন সবিনয়ে নাকচ করে দেন। তবে নতুন বাংলোয় যাওয়ার পর তিনি প্রিয়াঙ্কাকে উত্তরাখণ্ডের খাবার খেতে আমন্ত্রণ জানিয়েছেন।