পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দিল্লিতে কারখানায় আগুন, জখম ৯ - Delhi

রাজধানী দিল্লিতে ফের কারখানায় আগুন।

ছবি সৌজন্যে pixabay

By

Published : Feb 15, 2019, 9:17 AM IST

দিল্লি, ১৫ ফেব্রুয়ারি : দিল্লির বওয়ানা ইন্ডাস্ট্রিয়াল এলাকার সেক্টর ৪-এ একটি নেলপলিশ কারখানায় রাত ২টো ৩৭ মিনিটে আগুন লাগে। এখন পর্যন্ত ৯ জনকে ঋষিকেশ হাসপাতালে ভরতি করা হয়েছে। আহতদের প্রত্যেকেরই অবস্থা গুরুতর।

দমকলের অনুমান, নেলপলিশ তৈরির জন্য যে সব দাহ্যবস্তু ব্যবহার করা হয় তার মধ্যেই কিছু ব্লাস্ট করে এই আগুন ধরেছে। কারখানায় তখন শ্রমিকরা কাজ করছিল। খবর পেয়ে আসে দমকলের ১২টি ইঞ্জিন। শেষ পাওয়া খবরে দোতালা এই কারখানার নিচ তলায় আগুন তখনও নেভানো যায়নি। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যুর কোনও খবর পাওয়া যায়নি। এই নিয়ে পরপর চারদিন দিল্লির বিভিন্ন জায়গায় আগুন লাগল।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details