পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

উত্তরপ্রদেশে বুথ ভিত্তিক শক্তি বাড়ানোর নির্দেশ প্রিয়াঙ্কার

সূত্রের খবর, এদিনের বৈঠকে অ্যাকশন প্রোগ্রামের দ্বিতীয় পর্যায় নিয়ে আলোচনা হয় । বুথ পর্যায়ে দলকে কি ভাবে শক্তিশালী করা যায় সে বিষয়েও আলোচনা করা হয় ।

Priyanka Gandhi
Priyanka Gandhi

By

Published : Sep 25, 2020, 7:32 PM IST

দিল্লি, 25 সেপ্টেম্বর : উত্তরপ্রদেশের নেতাদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বৈঠক করলেন কংগ্রেসের জেনারেল সেক্রেটারি প্রিয়াঙ্কা গান্ধি । 2022এর বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ নিয়ে এদিনের বৈঠকে আলোচনা হয় । প্রসঙ্গত, উত্তরপ্রদেশের কংগ্রেস নেতাদের সঙ্গে প্রায়ই বৈঠকে বসেন প্রিয়াঙ্কা ।

সূত্রের খবর, এদিনের বৈঠকে অ্যাকশন প্রোগ্রামের দ্বিতীয় পর্যায় নিয়ে আলোচনা হয় । বুথ পর্যায়ে দলকে কি ভাবে শক্তিশালী করা যায় সে বিষয়েও আলোচনা করা হয় ।

উল্লেখ্য, উত্তরপ্রদেশে গত 31 বছর ধরে ক্ষমতা দখল করতে পারেনি কংগ্রেস । এমনকি কংগ্রেসের ফল এই রাজ্যে ক্রমেই খারাপ হচ্ছে । বর্তমানে মাত্র 7 জন বিধায়ক রয়েছেন উত্তরপ্রদেশ বিধানসভায় । এই পরিস্থিতিতে দলের হাল ধরেছেন প্রিয়াঙ্কা । তাই আসন্ন নির্বাচনে দলকে চাঙ্গা করতেই এই বৈঠক বলে জানা গিয়েছে ।

দলের এক কর্মী বলেন, " আমাদের হোমওয়ার্ক শুরু করতে হবে । শেষ পর্যায়ে এসে আমরা অপ্রস্তুত থাকতে চাই না । তাই আসন্ন নির্বাচনের আগে আমাদের দলগত ভাবে কাজ করতে হবে । বুথ ভিত্তিক আমাদের এই কাজ করতে হবে । কারণ এই ভাবেই আমরা জিততে পারবো ।"

ABOUT THE AUTHOR

...view details