দিল্লি, 1জুলাই :1অগাস্টের মধ্যে দিল্লির সরকরি বাংলোখালি করার নির্দেশ দেওয়া হল প্রিয়াঙ্কা গান্ধিকে ৷ একটি সরকারি বিজ্ঞপ্তিতে বলাহয়েছে,আজ থেকেতাঁর বরাদ্দ বাতিল করা হল ৷ এবং তাঁর3.46লাখ টাকা বকেয়া আছে ৷
গৃহায়নও নগর বিষয়ক মন্ত্রক থেকে দেওয়া নোটিসে বলা হয়,লোধি এস্টেটে বাংলো35ছাড়তে হবে ৷ এটা তাঁকে1997সালে বরাদ্দ করা হয়েছিল ৷ বর্তমানেতিনিSPGনিরাপত্তারআওয়ায় আর পড়েন না ৷ তাই যদি তাঁর নিরাপত্তার মেয়াদ না বাড়ানো হয় তাহলে তাঁকেবাংলো ছাড়তে হবে ৷
নোটিসেবলা হয়েছে,‘‘স্বারাষ্ট্রমন্ত্রকেরSPGনিরাপত্তাতুলে নেওয়া ওZ+নিরাপত্তারআওতায় কোনও সরকারি আবাসন দেওয়া হয় না ৷ তাই আপনাকে দেওয়া নিউ দিল্লির লোধি এস্টেটে6B 35নম্বরবাড়ির বরাদ্দ আজ01.07.2020থেকে বাতিল করা হল ৷’’
সোনিয়া গান্ধি,রাহুল গান্ধি ও প্রিয়াঙ্কা গান্ধির1991সালে রাজীব গান্ধির হত্যার পর দেওয়াSPGনিরাপত্তা গত বছর নভেম্বর মাসে তুলে নেওয়া হয় ৷বর্তমানেSPGনিরাপত্তা যার মধ্যে গাড়ির চারপাশে3000কমান্ডোর দল থাকে তা শুধুমাত্র প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদিকেই দেওয়া হয় ৷