দিল্লি, 9 জুন : উত্তরপ্রদেশের শিক্ষকতায় আগ্রহীদের সঙ্গে দেখা করলেন কংগ্রেসের জেনেরাল সেক্রেটারি প্রিয়াঙ্কা গান্ধি ৷ 69 হাজার খালি পদের জন্য তাঁরা আবেদন জানিয়েছেন ৷ দল তাঁদের পাশে সব সময় থাকবে ৷ তাঁদের সঙ্গে দেখা করার পর নিশ্চিত করে প্রিয়াঙ্কা জানান ৷
পদে নিয়োগের ক্ষেত্রে অনেক অবিচার হচ্ছে বলে অভিযোগ করেন তাঁরা ৷ তারপরই প্রিয়াঙ্কা বলেন, তাঁদের উপর যে অবিচার হয়েছে তার জন্য দল লড়াই করবে ৷ গতকাল একটি টুইট করেও সে কথা বলেন তিনি ৷ টুইটে লেখেন, "কঠোর পরিশ্রমী যুব সমাজের উপর কখনই অবিচার করা উচিত নয় ৷ যদি রাজ্য সরকার তাঁদের বিচার না করতে পারে, তাহলে আন্দোলনের মাধ্যমে এর উত্তর দেওয়া হবে ৷"