পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

উত্তরপ্রদেশে শিক্ষকতায় আগ্রহীদের সমর্থন করবে কংগ্রেস : প্রিয়াঙ্কা - প্রিয়াঙ্কা গান্ধি

উত্তরপ্রদেশে অ্যাসিস্টেন্ট বেসিক টিচার্সের 69 হাজার খালি পদের জন্য আবেদন করেছিলেন বহু মানুষ ৷ কিন্তু, দুর্নীতির কারণে তাঁরা চাকরি পাচ্ছেন না বলে অভিযোগ করে এসেছেন ৷ প্রিয়াঙ্কা গান্ধি তাঁদের সঙ্গে দেখা করে তাঁদের পাশে থাকার আশ্বাস দিলেন ৷

প্রিয়াঙ্কা গান্ধি
প্রিয়াঙ্কা গান্ধি

By

Published : Jun 9, 2020, 8:23 PM IST

উত্তরপ্রদেশেশিক্ষকতায় আগ্রহীদের সমর্থন করবে কংগ্রেস : প্রিয়াঙ্কা

দিল্লি, 9 জুন : উত্তরপ্রদেশের শিক্ষকতায় আগ্রহীদের সঙ্গে দেখা করলেন কংগ্রেসের জেনেরাল সেক্রেটারি প্রিয়াঙ্কা গান্ধি ৷ 69 হাজার খালি পদের জন্য তাঁরা আবেদন জানিয়েছেন ৷ দল তাঁদের পাশে সব সময় থাকবে ৷ তাঁদের সঙ্গে দেখা করার পর নিশ্চিত করে প্রিয়াঙ্কা জানান ৷

পদে নিয়োগের ক্ষেত্রে অনেক অবিচার হচ্ছে বলে অভিযোগ করেন তাঁরা ৷ তারপরই প্রিয়াঙ্কা বলেন, তাঁদের উপর যে অবিচার হয়েছে তার জন্য দল লড়াই করবে ৷ গতকাল একটি টুইট করেও সে কথা বলেন তিনি ৷ টুইটে লেখেন, "কঠোর পরিশ্রমী যুব সমাজের উপর কখনই অবিচার করা উচিত নয় ৷ যদি রাজ্য সরকার তাঁদের বিচার না করতে পারে, তাহলে আন্দোলনের মাধ্যমে এর উত্তর দেওয়া হবে ৷"

গতকাল প্রিয়াঙ্কা গান্ধি উত্তরপ্রদেশের এই শিক্ষক নিয়োগের দুর্নীতির সঙ্গে মধ্যপ্রদেশের 'Vyapam' দুর্নীতির তুলনা করেন ৷ পাশাপাশি যোগী আদিত্যনাথের সরকারকে আক্রমণও করেন ৷ প্রিয়াঙ্কা দাবি করেন, যে ডায়েরি বাজেয়াপ্ত করা হয়েছে, তাতে অনেক উচ্চপদস্থ মানুষের নাম রয়েছে, যারা এই শিক্ষক নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছে ৷

গত বুধবার এলাহাবাদ হাইকোর্টের তরফে 69 হাজার অ্যাসিস্টেন্ট বেসিক টিচার্সের খালি পদে নিয়োগ প্রক্রিয়া স্থগিত রেখে বলে, উত্তরপত্রে বেশ কিছু ত্রুটি রয়েছে ৷

শিক্ষক নিয়োগের পরীক্ষা 2019-র 6 জানুয়ারি হয়েছিল ৷ এই পরীক্ষার ফলাফল এ বছর 12 মে হওয়ার কথা ছিল ৷

ABOUT THE AUTHOR

...view details