পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভগৎ সিংয়ের জন্মবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর - Narendra modi

স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিংয়ের জন্মবার্ষিকী উপলক্ষ্যে টুইটারে তাঁকে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ অন্যরা ।

Aa
Aw

By

Published : Sep 28, 2020, 5:14 PM IST

দিল্লি, 28 সেপ্টেম্বর : আজ স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিংয়ের 113 তম জন্মবার্ষিকী । জন্মদিবসে টুইটারে তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ অন্যরা ।

ভগৎ সিংকে সাহস ও বীরত্বের প্রতীক হিসেবে বর্ণনা করেন প্রধানমন্ত্রী । টুইটারে তিনি লেখেন , "মা ভারতীর বীর পুত্রসন্তান অমর শহিদ ভগৎ সিংকে শ্রদ্ধাঞ্জলি । তাঁর বীরত্ব ও সাহসিকতা প্রত্যেক প্রজন্মের মানুষকে অনুপ্রাণিত করে চলেছে।" 1907 সালে অবিভক্ত ভারতের ফয়জ়ালাবাদে (বর্তমানে পাকিস্তানের অন্তর্ভুক্ত) জন্মগ্রহণ করেন ভগৎ সিং ।

মন কি বাতের 69 তম প্রচারে গতকাল ভগৎ সিংকে নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । বলেন, "আজ এক স্মৃতিচারণার দিন । 101 বছর আগেকার ঘটনা । 1919 সালে ব্রিটিশরাজ জালিওয়ানাবাগে নৃশংসভাবে হত্যা করল নিরীহ মানুষকে । এই নৃশংস ঘটনাকে চোখের সামনে প্রত্যক্ষ করেছিল 12 বছরের একটি ছেলে । কেউ এত নিষ্ঠুরও যে হতে পারে তা ছিল তার ভাবনার অতীত । সেদিন থেকেই তার মনে জ্বলতে শুরু করে ক্ষোভের আগুন । ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে সেদিন থেকে লড়াইয়ের প্রতিজ্ঞা নিল সে । শহিদ হওয়ার আগে পর্যন্ত সাহস ও বীরত্বের প্রতীক ভগৎ সিং লড়াই করে গিয়েছেন । দেশবাসীর সেবায় নিজেকে সঁপে দিয়েছেন । "

ভগৎ সিংয়ের একটি উক্তি উল্লেখ করে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপ-রাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু । লেখেন, "ওরা আমার দেহকে ক্ষতবিক্ষত করে মেরে ফেলতে পারবে । কিন্তু আমার আত্মাকে ওরা মেরে ফেলতে পারবে না ।"

টুইটারে ভগৎ সিংকে শ্রদ্ধা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও । লেখেন, "শহিদ ভগৎ সিংয়ের জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য । বিপ্লবী চেতনা ও মহৎ ত্যাগের মধ্যে দিয়ে তিনি স্বাধীনতা সংগ্রামের এক নতুন পথ দেখিয়েছিলেন । তাঁর এই আত্মত্যাগ ভারতীয় যুব সম্প্রদায়ের মধ্যে স্বাধীনতার সংকল্প জাগিয়ে তুলেছিল । তিনি সর্বদা আমাদের অনুপ্রেরণার উৎস হিসেবে থাকবেন ।" অন্য মন্ত্রীরাও ভগৎ সিংয়ের প্রতি শ্রদ্ধা জানান ।

ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে লড়াই করেছিলেন ভগৎ সিং । মাত্র 23 বছর বয়সে ব্রিটিশ সরকার তাঁকে মৃত্যুদণ্ড দেয় । 1931 সালে 23 মার্চ স্বাধীনতা সংগ্রামী রাজগুরু ও শুকদেব থাপরের সঙ্গে লাহোর কারাগারে তাঁর ফাঁসি হয় । তাঁদের আত্মত্যাগ ভারতের স্বাধীনতা সংগ্রামে গভীর প্রভাব ফেলেছিল ।

ABOUT THE AUTHOR

...view details