হ্যাকারদের দখলে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ওয়েবসাইটের টুইটার অ্যাকাউন্ট - প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইটার অ্যাকাউন্ট
05:31 September 03
একটি ফেক পোস্টের পরেই বোঝা যায় প্রধানমন্ত্রীর টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে৷
দিল্লি, 3 সেপ্টেম্বর: এবার হ্যাকারদের দখলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের টুইটার অ্যাকউন্ট । একথা নিশ্চিত করেছে টুইটার কর্তৃপক্ষ । তারা জানিয়েছে, ইতিমধ্যে অ্যাকাউন্টটি সুরক্ষিত করতে পদক্ষেপ করা হয়েছে । বিষয়টি তদন্ত করেও দেখা হচ্ছে বলে জানিয়েছে তারা ।
প্রধানমন্ত্রীর টুইটার অ্যাকাউন্ট, যেটি তাঁর নিজস্ব ওয়েবসাইটের সঙ্গে যুক্ত সেটি হ্যাক হয়েছে বলে আজ জানায় একটি সংবাদমাধ্যম ৷ একটি ফেক পোস্টের পরই বোঝা যায় প্রধানমন্ত্রীর টুইটার অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে ৷
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ওয়েবসাইটের টুইটার অ্যাকাউন্টের মুখপাত্র বলেন, "আমরা এই ক্রিয়াকলাপ সম্পর্কে সচেতন এবং অ্যাকাউন্টটি শীঘ্রই সুরক্ষিত করার পদক্ষেপ করেছি । আমরা সক্রিয়ভাবে এর তদন্ত করছি । অতিরিক্ত অ্যাকাউন্টগুলি প্রভাবিত হয়েছে এমন কোনও খবর এখনও পর্যন্ত পাইনি ।"