পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বাজেট ইশুতে আজ অর্থনীতিবিদদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর - কেন্দ্রীয় বাজেট ২০২০

কেন্দ্রীয় বাজেট পেশ হতে পারে ফেব্রুয়ারিতে । সেই পরিকল্পনার জন্য আজ দেশের সেরা কয়েকজন অর্থনীতিবিদদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী ।

modi
modi

By

Published : Jan 9, 2020, 9:52 AM IST

Updated : Jan 9, 2020, 3:25 PM IST

দিল্লি, 9 জানুয়ারি : আজ দেশের বিশিষ্ট কয়েকজন অর্থনীতিবিদদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী । নীতি আয়োগে অর্থনীতিবিদদের সঙ্গে কেন্দ্রীয় বাজেট নিয়ে আলোচনা করলেন নরেন্দ্র মোদির । কেন্দ্রের বার্ষিক পরিকল্পনার একটি অংশ এই বৈঠক । উপস্থিত রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ । কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ি, পীযূষ গোয়েলও বৈঠকে রয়েছেন ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেন্দ্রীয় বাজেট নিয়ে একাধিক টুইট করেছেন । তিনি টুইট করে লেখেন, 'কেন্দ্রীয় বাজেট 130 কোটি ভারতীয়র ভরসা । ভারতের উন্নয়নের পথ মজবুত করবে এই বাজেট । আমি প্রত্যেককে তাঁদের নিজস্ব ভাবনা ও পরামর্শ ভাগ করে নেওয়ার আবেদন জানাচ্ছি । ' প্রধানমন্ত্রী আরও একটি টুইটে লেখেন, 'কেন্দ্রীয় সরকার বাজেট নিয়ে ভাবছে ও কাজ করছে । প্রধানমন্ত্রী সাধারণ মানুষের পরামর্শকে স্বাগত জানাচ্ছেন । '

অর্থনৈতিক মন্দার মুখে দেশের বাজেট । অর্থনৈতিক মন্দার প্রভাব পড়েছে দেশের চাকরির ক্ষেত্রেও । মনে করা হচ্ছে 2019-2020 সালে GDP-র পাঁচ শতাংশ বৃদ্ধি হতে পারে । কেন্দ্রীয় বাজেট পেশ করার দিন এখনও ঘোষণা হয়নি । তবে 1 ফেব্রুয়ারি বাজেট পেশ হতে পারে বলে আলোচনা শুরু হয়েছে ওয়াকিবহাল মহলে । কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট পেশ করবেন । আশা করা হচ্ছে, বাজেটে করের ছাড় ইত্যাদি বিষয়গুলি অন্তর্ভুক্ত হতে পারে ।

Last Updated : Jan 9, 2020, 3:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details