দিল্লি ও কলকাতা , 22 অক্টোবর : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার দুর্গাপুজোর উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আজ ভার্চুয়ালি রাজ্যের 10 টি পুজোর উদ্বোধন করবেন তিনি । এনিয়ে গতকাল দু'টি টুইট করেন প্রধানমন্ত্রী । BJP সূত্রে খবর, একেবারে বাঙালি বেশে ধুতি-পাঞ্জাবি পরে প্রথমে বাসভবনে মাতৃবন্দনা করবেন তিনি । তারপর সেখান থেকে ভার্চুয়ালি ভাষণ দেবেন ।
পুজোর উদ্বোধন নিয়ে গতকাল প্রধানমন্ত্রী একটি টুইট করেন । টুইটারে মা দুর্গার কাছে আশীর্বাদ প্রার্থনা করেন । লেখেন , " দুর্গাপুজো, অশুভের পরাজয় ও শুভের বিজয়ের এক পবিত্র উৎসব । মা দুর্গার কাছে শক্তি, আনন্দ ও সুস্বাস্থ্যের আশীর্বাদ প্রার্থনা করি ।"
এরপর আরও একটি টুইটে তিনি রাজ্যেবাসীকে সম্বোধন করে লেখেন, "আগামীকাল বাঙালির প্রিয় দুর্গোৎসবের মহাষষ্ঠী । এই বিশেষ দিনটিতে আগামীকাল দুপুর 12টায়, পশ্চিমবঙ্গে আমার সমস্ত ভাই-বোনদের শারদীয়ার শুভেচ্ছা জানাব ও পুজোর আনন্দ একসঙ্গে ভাগ করে নেব | অনুষ্ঠানে সঙ্গে থাকবেন । "
বিধাননগরে পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্রে (EZCC) দুর্গাপুজোর আয়োজন করছে রাজ্য BJP-র মহিলা মোর্চা ৷ BJP জানিয়েছে, মহাষষ্ঠীর দিন নরেন্দ্র মোদির ভাষণ সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে EZCC-তে ৷ আজ পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে EZCC-তে সৌরভ-পত্নী ডোনা গঙ্গোপাধ্যায়ের নৃত্যানুষ্ঠান রয়েছে ।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলার পুজোর ভার্চুয়ালি উদ্বোধনের পাশাপাশি কলকাতার মণ্ডপ উদ্বোধন করেছেন । বিধানসভা নির্বাচনের আগে এবার দুর্গাপুজোর আয়োজন নিয়ে কোমর বেঁধে নেমেছে রাজ্য BJP-ও৷ আগামী বছর বিধানসভা নির্বাচনকে "পাখির চোখ" করে কোরোনা আবহে জনসংযোগের হাতিয়ার হিসেবে দুর্গাপুজোকেই আপাতত বেছে নেওয়া হয়েছে৷