সিমলা, 1 অক্টোবর : 3 অক্টোবর (শনিবার) বিশ্বের দীর্ঘতম হাইওয়ে টানেল, অটল রোহটাং পাসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।
9.09 কিমি দীর্ঘ এই টানেলটি তৈরি হওয়ায় এখন থেকে সারাবছর মানালির সঙ্গে লাহুল-স্পিটি উপত্যকার যোগাযোগ বহাল থাকবে । আগে বছরের 6 মাস বরফ জমে থাকার কারণে লাহুল-স্পিটি উপত্যকার সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যেত ।
সমুদ্রপৃষ্ঠ থেকে 10 হাজার ফুট উচ্চতায় হিমালয়ের পির পাঞ্জল রেঞ্জে আধুনিক প্রযুক্তির সাহায্যে এই টানেলটি তৈরি করা হয়েছে । এর ফলে মানালি থেকে লেহ, লাদাকের দূরত্ব কমবে প্রায় 46 কিলোমিটার ।
টানেলের দক্ষিণপ্রান্ত মানালি থেকে 25 কিলোমিটার দূরে 3,060 মিটার উচ্চতায় অবস্থিত । উত্তরপ্রান্ত লাহুল উপত্যকার টেলিং গ্রামের কাছে । উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 3,071 মিটার ।
-অশ্বখুরাকৃতি এই টানেলটি সিঙ্গেল টিউব, ডাবল লেন টানেল । রাস্তা চওড়ায় প্রায় 8 মিটার ।
-ওভারহেড ক্লিয়ারেন্স 5.525 মিটার ।
-টানেলের মধ্যে 3.6×2.25 মিটার ফায়ার প্রুফ জরুরি এক্সিট রয়েছে ।
-টানেলের মধ্যে দিয়ে প্রতিদিন 3000 গাড়ি, 1500 লরি চলাচল করতে পারবে । গাড়ি চলাচলের সর্বোচ্চ গতি বেঁধে দেওয়া হয়েছে প্রতি ঘণ্টায় 80 কিমি ।
-সেমি-ট্রান্সভার্স বায়ুচলাচল ব্যবস্থা, SCADA ফায়ার কন্ট্রোল সিস্টেম, আলোকসজ্জা, নজরদারির ব্যবস্থা রয়েছে টানেলের মধ্যে ।
এক নজরে দেখে নেওয়া যাক সুরক্ষার জন্য টানেলের ভিতর কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে :