দিল্লি, 8 অগাস্ট : আজ জাতির উদ্দেশে ভাষণ দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । বিশেষজ্ঞদের মতে, এই ভাষণে জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার সম্পর্কিত কথা বলতে পারেন প্রধানমন্ত্রী । আজ রাত 8টার সময় অল ইন্ডিয়া রেডিয়োয় এই ভাষণ সম্প্রচারিত হবে । প্রসঙ্গত, প্রথমে ভাষণের সময় বিকাল 4টা বলে টুইট করে অল ইন্ডিয়া রেডিয়ো । পরে জানানো হয় সময় পরিবর্তনের বিষয়টি ।
এর আগে 6 অগাস্ট লোকসভায় জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের প্রস্তাবটি পাশ হওয়ার পর জম্মু ও কাশ্মীর ও লাদাখের জনগণকে স্বাগত জানিয়ে টুইট করেছিলেন প্রধানমন্ত্রী । তিনি লেখেন, "সাহস ও ধৈর্যের জন্য আমি আমার জম্মু ও কাশ্মীর এবং লাদাখের ভাই-বোনেদের স্যালিউট জানাই । নিজেদের কায়েমি স্বার্থরক্ষার্থে কিছু সংগঠন মানুষের ভাবাবেগের সঙ্গে প্রতারণা করেছে । কিন্তু, কখনই সেখানকার মানুষের উন্নয়ন করেনি । জম্মু ও কাশ্মীর এখন বেড়িমুক্ত । একটা নতুন ভোর ও উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে ।"