পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সুসম্পর্ক বজায় রাখতে একে অপরের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করতে হবে : প্রধানমন্ত্রী - ভারত ও চীন

আগামী 20দিনে এমন পাঁচটি আন্তর্জাতিক সম্মেলনে ভারত ও চিন একে অপরের মুখোমুখি হবে ৷ জল্পনা চলছিল, সেই সম্মেলনগুলিতে ভারতের সঙ্গে চিনের লাদাখ সীমান্ত নিয়ে চলা টানাপোড়েনের বিষয়টি উঠে আসতে পারে ৷

Prime_Minister_Narendra_Modi_today_said_India_has_been_closely_sticking_to_the_charter_of_the_Shanghai_Cooperation_Organisation_and_raised_concerns_over_attempts_to_bring_in_bilateral_issues
SCO-তে দ্বিপাক্ষিক ইস্য়ু তোলার চেষ্টা, ক্ষোভপ্রকাশ প্রধানমন্ত্রীর

By

Published : Nov 10, 2020, 10:13 PM IST

দিল্লি, 10 নভেম্বর : SCO-র সনদের বাইরে গিয়ে দ্বিপাক্ষিক সমস্য়াকে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে ৷ যা খুবই চিন্তার বিষয়। আটটি দেশকে নিয়ে গঠিত সাংহাই কো-অপারেশন অর্গানাইজ়েশনের বৈঠকে এভাবেই ক্ষোভপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মঙ্গলবার আট দেশের রাষ্ট্রপ্রধানরা ভার্চুয়ালি SCO-র সম্মেলনে অংশ নেন ৷ যেখানে ভারত ছাড়াও ছিল প্রতিবেশী পাকিস্তান ও চিন ৷

আগামী 20দিনে এমন পাঁচটি আন্তর্জাতিক সম্মেলনে ভারত ও চিন একে অপরের মুখোমুখি হবে ৷ জল্পনা চলছিল, সেই সম্মেলনগুলিতে ভারতের সঙ্গে চিনের লাদাখ সীমান্ত নিয়ে চলা টানাপোড়েনের বিষয়টি উঠে আসতে পারে ৷ সে প্রসঙ্গেই মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ভারত সবসময় চেষ্টা করে এসেছে SCO-র সনদের সঙ্গে তাল মিলিয়ে কাজ করে যেতে ৷

এরপরেই প্রধানমন্ত্রী বলেন, ভারত বিশ্বাস করে সুসম্পর্ক বজায় রাখতে, একে অপরের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করতে হবে ৷ জুন মাসে পূর্ব লাদাখে সীমান্ত নিয়ে চিনের সঙ্গে বিবাদের পর এবং বর্তমান চাপানউতরের মধ্য়ে এটাই প্রধানমন্ত্রীর প্রথম আন্তর্জাতিক সম্মেলন ছিল ৷ যেখানে চিনও অংশ নিয়েছিল ৷ প্রধানমন্ত্রী এদিনের এই বক্তব্য়ের মধ্য়ে দিয়ে স্পষ্ট বার্তা দেন, পাক অধিকৃত কাশ্মীরে 3 হাজার কিলোমিটার লম্বা রাস্তা তৈরিতে পাকিস্তানকে চিনের সাহায্য় করা দিল্লি মোটেই মেনে নিচ্ছে না ৷ প্রসঙ্গত, চিন-পাকিস্তান ইকোনমিক করিডর বা CPEC-র চুক্তি অনুযায়ী চিন পাকিস্তানকে পরিকাঠামোর দিক থেকে সাহায্য় করছে ৷ যে পরিকাঠামোর বিরাট একটা অংশ পাক অধিকৃত কাশ্মীরের মধ্য়ে পড়ছে ৷ তাই শুরু থেকেই ভারত এর প্রতিবাদ জানিয়ে আসছে ৷

পাশাপাশি কোরোনা আবহে ভারত বিশ্বের প্রায় 150টি দেশকে প্রয়োজনীয় ওষুধ দিয়ে সাহায্য় করেছে, তাও এদিনের সাংহাই কো-অপারেশন অর্গানাইজ়েশনের সম্মেলনে উল্লেখ করেন প্রধানমন্ত্রী ৷ তিনি এও বলেন, SCO-র এজেন্ডা অনুযায়ী, সব সদস্য় দেশের নিরাপত্তা, বাণিজ্য়, অর্থনীতি এবং সংস্কৃতি এই সম্মেলনের মূল আলোচনার বিষয় ৷ এদিন SCO-র নিয়ম মেনে, সব সদস্য় রাষ্ট্র এই ঘোষণার মধ্য়ে দিয়ে সম্মেলনের শেষ করে যে, বিশ্বে এবং আঞ্চলিকভাবে তাৎপর্য রয়েছে এমন সব ক্ষেত্রে সদস্য় রাষ্ট্রগুলি সহমত পোষণ করে ৷

ABOUT THE AUTHOR

...view details