পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সংবিধান দিবসে 26/11-র শহিদদের শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

26/11-র 12 তম বর্ষপূর্তিতে এক ভার্চুয়াল সভায় প্রধানমন্ত্রী বলেন, ‘‘আজকের দিনে আমাদের দেশে সবচেয়ে বড় সন্ত্রাসবাদী হামলা হয়েছিল ৷ 2008 সালে পাকিস্তান থেকে আসা সন্ত্রাসবাদীরা মুম্বইয়ে বহু দেশবাসীকে হত্য়া করেছিল ৷ বিদেশ থেকে আসা বহু মানুষকে হত্য়া করা হয়েছিল ৷ আমি তাঁদের শ্রদ্ধাজ্ঞাপন করি ৷’’

prime-minister-narendra-modi-said-india-will-never-forget-the-wounds-inflicted-during-the-2008-attacks
সংবিধান দিবসে 26/11-র শহিদদের শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

By

Published : Nov 26, 2020, 4:33 PM IST

দিল্লি, 26 নভেম্বর : 2008 সালের মুম্বই হামলায় যে ক্ষত তৈরি হয়েছিল, তা ভারত কোনও দিন ভুলতে পারবে না ৷ আর তাই সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে নয়া পন্থা নিয়েছে ভারত ৷ জাতীয় সংবিধান দিবস এবং মুম্বই হামলার 12 তম বর্ষপূর্তিতে এই বার্তাই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ 26/11 শহিদ পুলিশ ও নাগরিকদের এদিন শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী ৷

এদিন 26/11-র 12 তম বর্ষপূর্তিতে এক ভার্চুয়াল সভায় প্রধানমন্ত্রী বলেন, ‘‘আজকের দিনে আমাদের দেশে সবচেয়ে বড় সন্ত্রাসবাদী হামলা হয়েছিল ৷ 2008 সালে পাকিস্তান থেকে আসা সন্ত্রাসবাদীরা মুম্বইয়ে বহু দেশবাসীকে হত্য়া করেছিল ৷ বিদেশ থেকে আসা বহু মানুষকে হত্য়া করা হয়েছিল ৷ আমি তাঁদের শ্রদ্ধাজ্ঞাপন করি ৷’’ দেশের নিরাপত্তাবাহিনীকেও তিনি এদিন সম্মান জানান প্রধানমন্ত্রী ৷ সংবিধান দিবস উদযাপনের জন্য় গুজরাতের নর্মদা নদীর তীরে দু’দিনের আলোচনা সভার আয়োজন করা হয়েছে লোকসভার তরফে ৷ এই অনুষ্ঠানে থিম রাখা হয়েছে, ‘‘আইনসভা, নির্বাহক এবং বিচারবিভাগের মধ্য়ে সমন্বয় - প্রাণবন্ত গণতন্ত্রের মূল চাবিকাঠি ৷’’ এ নিয়ে প্রধানমন্ত্রী তাঁর ভাষণে জানান, জরুরি অবস্থার দিন যত গড়িয়েছে দেশের আইন ব্য়বস্থা, শাসন ব্য়বস্থা এবং বিচার ব্য়বস্থা ক্রমশ শক্তিশালী হয়েছে ৷

এই অনুষ্ঠানে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু, লোকসভার অধ্য়ক্ষ ওম বিড়লা এবং গুজরাতের মুখ্য়মন্ত্রী বিজয় রূপানি উপস্থিত ছিলেন ৷ রাষ্ট্রপতি সংবিধান দিবসের এই থিমের প্রশংসা করে বলেন, শাসন, আইন এবং বিচার বিভাগ দেশের গণতন্ত্রের এই তিন স্তম্ভ একসঙ্গে কাজ করলে, ভারতের ভবিষ্য়তের ভীত আরও মজবুত হবে ৷

ABOUT THE AUTHOR

...view details